1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হলিউড

১০ মার্চ ২০১৩

ডেমি মুরকে কোটিপতি বললে আসলে কমই বলা হবে৷ নব্বইয়ের দশকে হলিউডে দু হাতে কামিয়েছেন তিনি৷ সেই ডেমি মুর বিবাহবিচ্ছেদের পর সাবেক স্বামীর কাছে খোরপোশের খরচ চেয়েছেন!

https://p.dw.com/p/17uJD
ছবি: Getty Images

২০১১ সালের মে থেকে পরের বছরের মে মাস পর্যন্তও কমপক্ষে ২৪ মিলিয়ন ডলার আয় করেছেন হলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ডেমি মুর৷ কিন্তু তিনি কেন খোরপোশের খরচ চাইলেন তা বোঝা মুশকিল৷ যদি আইনের কথা তোলেন, তাহলে ৫০ বছর বয়সি ডেমি মুর বলতেই পারেন, খাওয়া-পরার খরচ চেয়ে অন্যায় কিছু করেননি৷ চরম অর্থসংকটে থাকলে অধিকার আদায়ের প্রশ্নটাও খুব গ্রহণযোগ্য মনে হতো সবার কাছে৷ তবে কারণ যা-ই হোক, মোদ্দা কথা হলো যুক্তরাষ্ট্রের সিবিএস টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় কমেডি শো ‘জি আই জেইন'-এ অভিনয়ের সুবাদে সুপরিচিত অ্যাস্টন কুচারের কাছে ডেমি মুর খোরপোশের পাওনা টাকা চেয়েছেন৷

বিবাহবিচ্ছেদের সময় কুচনার বলেই রেখেছেন তাঁর সাবেক স্ত্রী চাইলে যে কোনো ধরনের সাহায্য-সহযোগিতা করতে তিনি প্রস্তুত আছেন৷ মতের অমিলের কারণে দুজনে আলাদা হয়ে যাচ্ছেন বলেই দাম্পত্য জীবনের মিঠে-কড়া সব স্মৃতিই যে মুছে যাবে, সম্পর্কের অবশিষ্ট দাবি যে তুচ্ছ হয়ে যাবে তা তো নয়! সুতরাং ডেমি মুর অজ্ঞাত কারণে খোরপোশ চাইলেও কুচনারের তাতে জোর গলায় আপত্তি জানানোর সম্ভাবনা খুবই কম৷ দেখা যাক, শেষ পর্যন্ত বিষয়টা কতদূর গড়ায়৷

এসিবি/এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য