কী আছে বাংলাদেশ সামরিক বাহিনীতে
বিশ্বের ১৩৭টি দেশের সামরিক শক্তিমত্তা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার৷ সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ ১১ ধাপ এগিয়ে ৪৫তম অবস্থানে উঠে এসেছে৷ বাংলাদেশের সামরিক বাহিনীতে কী আছে, দেখুন ছবিঘরে৷
সংখ্যা
বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা এক লাখ ৬০ হাজার, এরমধ্যে সবাই সক্রিয়৷ সামরিক বাহিনীতে কোনো রিজার্ভ সদস্য নেই৷ দেশের মোটর জনসংখ্যার ৩৯ দশমিক ৬০ শতাংশ সামরিক বাহিনীতে কাজের যোগ্য৷ প্রতি বছর ৩০ লাখ ৬০ হাজার ৫৭৩ জন সামরিক বাহিনীর চাকরির বয়সে পৌঁছায়৷
বিমান শক্তি
সামরিক বাহিনীতে ৪৫টি যুদ্ধ বিমান, ৪৫টি অ্যাটাক বিমান, ১২টি কার্গো বিমান, ১২টি ট্রান্সপোর্ট বিমান, ৫৭টি প্রশিক্ষণ বিমান এবং ৫৯টি হেলিকপ্টার রয়েছে৷ এই জরিপে কোনো দেশের পরমাণু শক্তির বিষয়টি আমলে নেয়া না হলেও স্বীকৃত ও সন্দেহভাজন পরমাণু শক্তিধর দেশগুলোকে বিশেষ বিবেচনায় রাখা হয়েছে৷
ভূশক্তি
বাংলাদেশের সামরিক বাহিনীতে ৩৪০টি ট্যাঙ্ক, ৫২১টি আর্মড ফাইটিং যান, ১৮টি স্বয়ংস্ক্রিয় আর্টিলারি, টেনে নিয়ে যাওয়ার মতো বাহন ৩৪০টি এবং ৩৬টি রকেট প্রজেক্টর রয়েছে৷
নৌশক্তি
নৌ বাহিনীর হাতে দুটি সাবমেরিন, ছয়টি ফিগ্রেড, চারটি মাইন ওয়ারফেয়ার এবং ২৬টি পেট্রোল ভেসেল আছে৷ কেবল একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যা দিয়ে এই শক্তিমত্তা নির্ণয় করা হয়নি৷ কোন দেশের সামরিক সরঞ্জাম কতটা বৈচিত্র্যপূর্ণ তা-ও বিবেচনা করা হয়েছে৷
জ্বালানি
জ্বালানি, অর্থনীতি এবং ভূখণ্ডকেও সামরিক শক্তি নিরূপণের মাপকাঠি হিসেবে ধরেছে গ্লোবাল ফায়ার পাওয়ার৷ তারা বলছে, বাংলাদেশ প্রতিদিন তিন হাজার ৬৬৬ ব্যারেল তেল উৎপাদন করে, এরমধ্যে এক লাখ ১৯ হাজার ব্যারেল তেল ব্যবহার হয়৷ বাংলাদেশে তেল সংরক্ষণ করা আছে দুই কোটি ৮০ লাখ ব্যারেল৷
রসদ
বাংলাদেশে শ্রম শক্তির পরিমাণ সাত কোটি, ৩৪ লাখ ১০ হাজার জন৷ বাণিজ্যিক জাহাজ রয়েছে ৩০৬টি, দুইটি সমুদ্র বন্দর, ২১ হাজার ২৬৯ কিলোমিটার সড়কপথ, দুই হাজার ৬২২ কিলোমিটার রেলপথ এবং ব্যবহার করার মতো ১৮টি বিমানবন্দর রয়েছে৷
আর্থিক
সামরিকখাতে বাংলাদেশের বাজেটের পরিমাণ ১৫৯ কোটি ডলার৷ বৈদেশিক ঋণ রয়েছে পাঁচ হাজার ২৬ কেটি ডলার৷ আর বৈদেশিক মুদ্রার রির্জাভ (স্বর্ণ) আছে তিন হাজার ৩৪২ কোটি ডলার৷
ভূগোল
গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে, বাংলাদেশের ১ লাখ ৪৩ হাজার ৯৯৮ বর্গকিলোমিলার ভূমি রয়েছে, এরমধ্যে ৫৮০ কিলোমিটার উপকূলীয়৷ দেশটির চার হাজার ৪১৩ কিলোমিটার সীমানা অন্য দেশের সঙ্গে যুক্ত এবং আট হাজার ৩৭০ কিলোমিটার ব্যবহারযোগ্য জলপথ রয়েছে৷