1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

কিয়েভের শপিং মলে রকেট হামলা

২২ মার্চ ২০২২

রাশিয়ার দাবি, ওই শপিং মলে ইউক্রেন রকেট মজুত করছিল। ফের পুটিনের সঙ্গে বৈঠকের আর্জি জেলেনস্কির।

https://p.dw.com/p/48opP
ইউক্রেন
ছবি: Daniel Ceng Shou-Yi/ZUMA/IMAGO

সোমবার কিয়েভের একটি শপিং মলে হামলা চালিয়েছে রাশিয়ার সেনা বাহিনী। রকেট হামলায় কার্যত গোটা বাড়িটি ধসে গেছে। ইউক্রেন জানিয়েছে, ওই হামলায় অন্তত আটজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। তারা ওই ভবনে আশ্রয় নিয়েছিলেন। রাশিয়ার দাবি, বন্ধ শপিং মলে ইউক্রেনের সেনা রকেট মজুত করছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ জানিয়েছেন, ''ওই শপিং মলটিতে রকেট মজুত করে রাখা হচ্ছিল। সে কারণেই সেখানে হামলা চালানো হয়েছে। ওই মলের পাশে রকেট লঞ্চারও তৈরি করা হয়েছিল। গোটা এলাকাকে সে জন্য ধ্বংস করা হয়েছে।''

ইউক্রেন ছেড়ে বিপাকে বিদেশিরা

ইউক্রেন অবশ্য রাশিয়ার দাবি স্বীকার করেনি। তারা জানিয়েছে, ওই ভবনটি কেবলমাত্র আশ্রয় শিবির হিসেবে ব্যবহার করা হচ্ছিল। রাশিয়ার আক্রমণে অন্তত আটজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।

রাশিয়ার সেনার মৃত্যু

এদিকে রাশিয়ার একটি সংবাদপত্র ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সেনার মৃত্যুর সংখ্যা প্রকাশ করে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই অবশ্য তারা ডিলিট করে দেয়। কমসোমোলসকায়া প্রাভদা একটি প্রতিবেদনে লিখেছিল, তিন সপ্তাহ লড়াইয়ের পর প্রায় ১০ হাজার রাশিয়ার সেনার মৃত্যু হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়কে উদ্ধৃত করে এই তথ্য প্রকাশ করা হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তা ডিলিট করে দেওয়া হয়। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছিলেন, অন্তত ১৪ হাজার রাশিয়ার সেনার মৃত্যু হয়েছে। উল্লেখ্য, আফগানিস্তানের যুদ্ধে নয় বছরে ১৫ হাজার রাশিয়ার সেনার মৃত্যু হয়েছিল। সেখানে ইউক্রেনে মাত্র তিন সপ্তাহে ১০ হাজার রাশিয়ার সেনার মৃত্যু গুরুত্বপূর্ণ। রাশিয়ার সরকারি সূত্রের অবশ্য দাবি, এখনো পর্যন্ত ৪৯৮ জন সেনার মৃত্যু হয়েছে।

জেলেনস্কির আর্জি

প্রেসিডেন্ট জেলেনস্কি ফের একবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে আলোচনায় বসার আর্জি জানিয়েছেন। জেলেনস্কির বক্তব্য, ''যে কোনো ফর্মে বৈঠক করতেই তিনি প্রস্তুত। বৈঠক না হলে বোঝা যাবে না, যুদ্ধ বন্ধের জন্য রাশিয়া কী পদক্ষেপ নিতে চায়।''

তবে একইসঙ্গে জেলেনস্কি স্পষ্ট করে দিয়েছেন, কোনোভাবেই পুটিনের শর্ত মেনে ইউক্রেন আত্মসমর্পণ করবে না। জেলেনস্কির বক্তব্য, ''রাশিয়া চাইছে কিয়েভ, খারকিভ এবং মারিউপলের যোদ্ধারা আত্মসমর্পণ করুক। কিন্তু রাশিয়ার দাবির সামনে আমরা মাথা নত করব না।''

চীনের বিরুদ্ধে সরব

এদিকে ফের চীনের বিরুদ্ধে সরব হলো অ্যামেরিকা। জার্মানিতে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, ইউক্রেন আক্রমণে রাশিয়াকে সাহায্য করছে চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগে বলেছিলেন, এই লড়াই তিনি নিরপেক্ষ ভূমিকা নিয়েছেন। কিন্তু রাশিয়ার দাবি, ভিতরে ভিতরে চীন রাশিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য করছে। এর আগে মার্কিন প্রেসিডেন্টও এই অভিযোগ করেছিলেন।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)