1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কারফিউ শিথিল, সীমিত ইন্টারনেট চালু

২৪ জুলাই ২০২৪

কারফিউ শিথিল করার পর বাংলাদেশের বিভিন্ন অফিস আদালত এবং ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে খুলতে শুরু করেছে৷ ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও এখনো মোবাইল ইন্টারনেট চালু হয়নি৷

https://p.dw.com/p/4igie
ঢাকার রাজপথে সেনা তল্লাশি
কারফিউ শিথিল করা হলেও পুরোপুরি তুলে নিতে আরো সময় লাগবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারছবি: Mohammad Ponir Hossain/REUTERS

যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকসের তথ্য উল্লেখ করে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, এখনো বাংলাদেশে স্বাভাবিকের কেবল ২০ শতাংশ ইন্টারনেট চালু রয়েছে৷

টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আজ (বুধবার) রাত থেকেই সারা দেশে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে৷ আগামী সপ্তাহের আগে মোবাইল ইন্টারনেট চালু হবে বলেও জানিয়েছেন তিনি৷

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার মধ্যে ১৮ জুলাই রাতে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়৷ এর পাঁচ দিন পর ২৩ জুলাই সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু হয়৷

বাস চলাচল শুরু, সীমিত আকারে রেল চালুর সিদ্ধান্ত

দেশজুড়ে রেল চলাচল বন্ধ করে দেয়ার এক সপ্তাহ পর বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে যাত্রীবাহী রেল চলাচল চালুর কথা জানিয়েছে সরকার৷ রেলসচিব হুমায়ুন কবিরের বরাত দিয়ে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার জানিয়েছে, আপাতত কারফিউ এর শিথিল করা সময়ে ঢাকা-নারায়ণগঞ্জ এবং ঢাকা-টঙ্গী রুটে ট্রেন চলবে৷

পূর্ণাঙ্গ ট্রেন চলাচল বিষয়ে সরকার বৃহস্পতিবার সিদ্ধান্ত নিয়ে বলে জানিয়েছেন রেল সচিব৷

এদিকে, অফিস-আদালত (আপাতত সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত) খোলার পর রাজধানী ঢাকায় আবার ফিরে এসেছে যানজট৷ ডেইলি স্টার জানিয়েছে, প্রধান প্রধান সড়কে সকাল ১০টা থেকেই যানজট শুরু হয়৷ বনানী, মহাখালী, কারওয়ান বাজার, বাংলামোটর, ধানমন্ডি সাত মসজিদ সড়কে বেশ কিছু বাস চলতে দেখা গেলেও সড়কে ছিল ব্যক্তিগত যানবাহনের আধিক্য৷

মোহাম্মদপুরে ট্রাফিক পুলিশের বদলে সেনা সদস্যরা যানজট নিয়ন্ত্রণ করেছেন৷

কিছু কিছু দুরপাল্লার বাসও ঢাকা ছেড়ে যেতে শুরু করেছে৷ ডেইলি স্টার জানিয়েছে, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বুধবার সকালেই ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা বিভিন্ন দূরপাল্লার রুটে অন্তত আট থেকে নয়টি বাস রাজধানী ছেড়ে গেছে৷ তবে যাত্রীদের উপস্থিতি ছিল স্বাভাবিকের তুলনায় অনেক কম৷

এখনই খুলবে না বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মনে করেন, বর্তমান পরিস্থিতি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার জন্য অনুকূল নয়৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন৷ তিনি জানান, সরকার এখন স্কুল-কলেজ খোলার জন্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আপাতত চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে৷

মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘‘আল্টিমেটাম দেওয়ার পর যখন সহিংসতার ঘটনা ঘটে, তখন দায় তাদের ওপর পড়ে, যারা আল্টিমেটাম দিয়েছে৷''

এই বৈঠকে শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান