1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলচ্চিত্র উৎসব

৬ জুলাই ২০২১

করোনার কারণে ২০২০ সালের আয়োজন একেবারেই সংক্ষিপ্ত করতে হয়৷ এবার মহামারির মধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের একটু নিঃশ্বাস ফেলার জায়গা করে দিয়েছে কান৷ কান শহর এখন ১২ দিনের কোলাহলের জন্য প্রস্তুত৷

https://p.dw.com/p/3w5oO
Frankreich Cannes 2021 Vorbereitungen
ছবি: Brynn Anderson/AP/picture alliance

করোনাকে মোকাবিলা করে কিভাবে কানের মতো বিশাল একটি আয়োজন হবে, এ নিয়ে আয়োজকেরা যেমন চিন্তায় ছিলেন তেমনি সমালোচনাও কম হয়নি৷ নিস বিমানবন্দর থেকে কানে এসে নামার পর খুবই অবাক লাগছিল এত মানুষের সমাগম দেখে৷ যারা অ্যাক্রেডিটেশন করে এসেছেন বা এখন করতে চাইছেন, তাদের জন্য ভিলেজ ইন্টারন্যাশনাল নামের বেশ বড়সড় একটি অস্থায়ী তাঁবুর ঘর তৈরি করা হয়েছে৷ কেবল সেখানে ঢোকার সময়ই মাস্ক পরতে হল৷ বাকি মানুষদের শরীরের কোথাও না কোথায় মাস্ক থাকলেও সেটা মুখ পর্যন্ত আনছেন না বেশিরভাগ মানুষই৷

Frankreich | Cannes Film Festival
অংশগ্রহণকারীদের প্রতি ৪৮ ঘণ্টায় একবার করে পিসিআর টেস্ট করাতে হবেছবি: Anupam Deb Kanunjna/DW

শহরের পুরোটা জায়গা জুড়ে মানুষ ঘুরে বেড়াচ্ছেন৷ শিল্পী-নির্মাতা-প্রযোজক ও অন্যান্য কলাকুশলীদের কথা বাদই দিলাম, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকই নাকি এসেছেন তিন হাজারের বেশি৷ ফলে দেড় বা দুই মিটার দূরত্ব বজায় রাখার বালাই নেই, সুযোগও তেমন একটা নেই৷

জার্মানি থেকে বিমানে ওঠার সময় করোনা টেস্টের নেগেটিভ রেজাল্ট দেখাতে হয়েছিল৷ কিন্তু কানে যারা আছেন এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, তাদের জন্য কী অবস্থা? কিছুটা উত্তর পাওয়া গেল ভিলেজ ইন্টারন্যাশনালেই৷ তথ্য কর্মকর্তা জানালেন, কানে আসা অতিথিদের ৪৮ ঘণ্টা পর পর করোনার টেস্ট করাতে হবে৷ তা না হলে উৎসবের মূল স্থান পালে দে ফেস্টিভালসে ঢুকতে দেয়া হবে না৷

শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব

তড়িঘড়ি করে একটু পেছনে আরেকটি বড় তাঁবুতে গেলাম৷ সেখানে এলাহি কাণ্ড৷ অ্যাক্রেডিটেশন কার্ড দেখিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে৷ সেখান থেকে অ্যাপ ডাউনলোড করে নাম-ঠিকানা ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করলেই বিনামূল্যে পিসিআর টেস্ট করা হচ্ছে৷ এই কাজে কান চলচ্চিত্র উৎসবের সঙ্গী হয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান৷ বেশ নিষ্ঠার সঙ্গে তারা ভিড় সামলাচ্ছেন, হাজার হাজার প্রশ্নের উত্তর দিচ্ছেন, কিন্তু ঠিক ছয় ঘণ্টার মধ্যে মোবাইল ফোন বা ইমেইলের মাধ্যমে রেজাল্ট জানিয়ে দেয়া হচ্ছে৷

প্রায় দেড় বছর ইউরোপে বড় কোনো উৎসবের আয়োজন হয়নি৷ ফলে এবার করোনার ভয়ের চেয়েও আবার আনন্দময় জীবনে ফিরে আসার আকাঙ্খাই বড় হয়ে দেখা দিয়েছে৷ রাস্তায় ঘুরতে ঘুরতে দেখা হলো মাথার চুল হরেক রকমের রঙে রাঙানো, লাল-কমলা জামা পড়ে ঘুরে বেড়ানো এক তরুণীর সঙ্গে৷ তিনি তুর্কি অভিনেত্রী সুজান সাবানচে৷ নিবন্ধন করেননি, ফলে পালে ফেস্টিভালসের ভেতর ঢুকতে পারবেন না৷ প্রশ্ন করেছিলাম, ‘‘তাহলে কেন এসেছেন?'' উত্তর দিলেন, ‘‘এত দিন ধরে কোথাও যেতে পারছি না৷ সিনেমা ছেড়ে বাইরে থাকতে আর ভালো লাগছে না৷ এজন্য মনে হলো কানে আসি৷ হুট করে প্লেন আর হোটেল বুক করে চার দিনের জন্য চলে এলাম৷ ভেতরে ঢুকতে না পারলেও এভাবেই রাস্তায় ঘুরব৷ আপনার মতো মানুষের সঙ্গে দেখা হয়ে যাবে আর নতুন নতুন গল্প জানা যাবে৷’’

অনুপম দেব কানুনজ্ঞ, ডয়চে ভেলে
অনুপম দেব কানুনজ্ঞ, ডয়চে ভেলেছবি: DW/P. Böll

তার কথায় আমারও মনে হলো, ঠিকই তো৷ বাস্তব জগতের এমন গল্পগুলোতেই তো নৈপূণ্যের সঙ্গে সিনেমায় তুলে ধরেন পরিচালকেরা৷ যেমন কানের ইতিহাসে প্রথম অফিশিয়াল সিলেকশনে স্থান পাওয়া বাংলাদেশি সিনেমা রেহানা মরিয়ম নূর -এও পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ আমাদের খুব পরিচিত একটি গল্পই তুলে ধরেছেন৷ ফলে তুর্কি সুজান রাস্তায় ঘুরে বেড়ালেও নতুন নতুন গল্প তৈরি করতেই পারেন বই কী!