কান চলচ্চিত্র উৎসবে ডায়ানার মৃত্যু নিয়ে ছবি
১১ মে ২০১১ছবির নাম ‘আনলফুল কিলিং' – অর্থাৎ বেআইনি হত্যা৷ পরিচালক ব্রিটেনের অভিনেতা কিথ অ্যালেন৷ দুর্ঘটনায় মৃত ডায়ানার বন্ধু ডোডি আল ফায়েদের বাবা মহম্মদ এই তথ্যচিত্র নির্মাণে মদত করেছেন৷ তিনি শুরু থেকেই দাবি করে আসছেন, যে রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের নির্দেশেই তাঁর ছেলে ও ডায়ানাকে হত্যা করা হয়েছিল৷ কারণ ডায়ানা এক মুসলিম পুরুষকে বিয়ে করবেন, ব্রিটেনের রাজপরিবার এটা কখনোই মেনে নিতে প্রস্তুত ছিল না৷ এই দম্পতির মৃত্যুর আসল কারণ ঢাকার চেষ্টা করা হয়েছে বলে ছবিতেও অভিযোগ করা হয়েছে৷ উল্লেখ্য, ব্রিটেন ও ফ্রান্সের পুলিশের তদন্ত অনুযায়ী চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনাটি ঘটিয়েছিলেন৷
দুর্ঘটনার পর ডায়ানা যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছিলেন, পাপারাৎসিদের তোলা সেই অবস্থার বিতর্কিত ছবিও স্থান পেয়েছে এই তথ্যচিত্রে৷ এই ছবির ব্যবহারকে কেন্দ্র করে যে সমালোচনার ঝড় উঠেছে, তার জবাবে নির্মাতাদের এক মুখপাত্র বলেছেন, এর আগেও এই ছবি বিশ্বের অন্যান্য প্রান্তে প্রকাশিত হয়েছে৷ ইটালির এক পত্রিকা তথ্যচিত্রে ছবিটি ব্যবহার করতে দিয়েছে৷ শুধু ব্রিটেনের সংবাদ মাধ্যম এই ছবিতে ডায়ানার মুখের অভিব্যক্তি ঢাকতে কালো রঙ ব্যবহার করেছে৷ তথ্যচিত্রটি ব্রিটেনে দেখানোও হচ্ছে না৷ এমনকি ছবির ট্রেলারও শুধু ওয়েবসাইটেই রাখা রয়েছে৷ মহম্মদ আল ফায়েদ অবশ্য তথ্যচিত্রে এই ছবির ব্যবহারের বিপক্ষে৷ তাঁর এক মুখপাত্র বলেন, ছবিটি তথ্যচিত্র থেকে সরানোর সবরকম চেষ্টা করবেন তিনি৷ ডায়ানার ঘনিষ্ঠ বান্ধবী রোসা মঙ্কটন বলেন, ডায়ানার মৃত্যু ভাঙিয়ে লোকে যে এখনো টাকা রোজগারের চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা অত্যন্ত জঘন্য একটি ঘটনা৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আরাফাতুল ইসলাম