কাতারের নেই মার
বার্সেলোনা থেকে নেইমার ফরাসি পিএসজি ক্লাবে যোগ দিচ্ছেন এক অবিশ্বাস্য মূল্যে৷ সেই মূল্য ধরে দিচ্ছে কাতার নামের একটি দেশ, যারা এই চমকপ্রদ ট্রান্সফারের মাধ্যমে একটি রাজনৈতিক-কূটনৈতিক বিবৃতি রাখতে চায়, বলছেন পর্যবেক্ষকরা৷
ফুটবলের ইতিহাসে সবচেয়ে মহার্ঘ ট্রান্সফার
নেইমারকে আনতে শেষমেষ পিএসজি-র খরচ পড়বে প্রায় ৫২৮ মিলিয়ন ডলার৷ নেইমারের ট্রান্সফার ফি ২৬৩ মিলিয়ন ডলার; সেই সঙ্গে যুক্ত হচ্ছে নেইমারের বছরে ৫৩ মিলিয়ন ডলার পারিশ্রমিক, অর্থাৎ পাঁচ বছরের চুক্তিতে আরো ২৬৫ মিলিয়ন, সাকুল্যে ৫২৮ মিলিয়ন ডলার৷ তখনই প্রশ্ন ওঠে: শুধু ফুটবলের জন্য এই পরিমাণ অর্থ কেউ ব্যয় করে কিনা?
বিশ্বকাপ ২০২২
কাতার বিশ্বে তার ভাবমূর্তি বাড়ানোর জন্য বহুকাল ধরে আন্তর্জাতিক খেলাধুলাকে ব্যবহার করে আসছে৷ ২০১০ সালে কাতার যখন ২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠানের দায়িত্ব পায়, তখন অনেকেই বিস্মিত হয়েছিলেন৷ তবে মরুভূমির দাবদাহ ও স্টেডিয়াম তৈরিতে নিযুক্ত বিদেশি শ্রমিকদের পরিস্থিতি নিয়ে কিছুটা দ্বিধা থাকলেও, কাতারের আর্থিক সঙ্গতি নিয়ে কেউ প্রশ্ন তোলেননি৷
বার্সেলোনার স্পন্সর
ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠানের দায়িত্ব পাবার পর পরই কাতার ফাউন্ডেশন বার্সেলোনা ফুটবল ক্লাবকে স্পন্সর করতে শুরু করে৷ শুধু তাই নয়, বার্সেলোনার একশ’ বছরের ইতিহাসে এই প্রথম এক স্পন্সরের নাম খেলোয়াড়দের জার্সির সামনের দিকে ছাপা থাকে৷
পিএসজি ক্রয়
রাষ্ট্রীয় মালিকানার কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস পিএসজি ক্লাবটিকে কেনে আজ থেকে পাঁচ বছর আগে, মাত্র ১৭০ মিলিয়ন ডলার মূল্যে৷ এখানে আবার মনে করিয়ে দেওয়া যেতে পারে: নেইমারকে আনতে পিএসজি-র খরচা পড়ছে ৫২৮ মিলিয়ন৷ যদিও তাতে চিন্তার কিছু নেই: কাতারের মোট অ্যাসেটস বা সম্পত্তি নাকি ৩০০ বিলিয়ন ডলার৷
নেইমারের ওপর নজর
পিএসজি-র কাতারি মালিকরা গোড়া থেকেই, ক্লাবটিকে রেয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড বা বায়ার্ন মিউনিখের সঙ্গে পাল্লা দেওয়ার মতো করে তোলার পরিকল্পনা করে আসছিলেন৷ তার কাছাকাছি যে আসেননি, এমনও নয়: ২০১৬ সালের চ্যাম্পিয়নস লিগে পিএসজি বার্সেলোনাকে প্রায় বার করে দিতে যাচ্ছিল আরকি! যদি না নেইমার দু’টি গোল করে খেলাটা বাঁচিয়ে দিতেন৷ তখনই বোধহয় পিএসজি-র চোখ পড়ে নেইমারের ওপর৷
কূটনৈতিক সংকট
ইরানের সঙ্গে সুসম্পর্ক, এবং হামাস ও ইসলামি ব্রাদারহুডের মতো উগ্রপন্থি সংগঠনকে সাহায্য করার অভিযোগে সৌদি আরব, ইউএই, মিশর ও বাহরেইন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ও সীমান্ত বন্ধ রেখেছে৷ নেইমারকে পিএসজি-তে স্বাক্ষর করিয়ে কাতার যেন পরোক্ষভাবে স্বাধীনতা ঘোষণা করল – ভাবটা : এত সহজে কাতারকে কাত করা যায় না৷
আন্তর্জাতিক খেলাধুলা এখন আন্তর্জাতিক রাজনীতির অঙ্গ
পরিভাষায় যাকে বলে ‘সফ্ট পাওয়ার’৷ বিশেষ করে ফুটবল বিশ্বে যেরকম জনপ্রিয় – বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকেও ফুটবল লাভ ছাড়া লোকসানের ব্যবসা নয় – তাতে চীনের বিভিন্ন রাষ্ট্রীয় পুঁজিবিনিয়োগ নিধি মিলে যখন ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের ১৩ শতাংশ কেনে, তখন খাঁটি ফুটবল ফ্যান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং খুশি বৈ অখুশি হন না, বলেই ধরে নেওয়া যায়৷