1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাঁদালেন হুইলচেয়ারের নৃত্যশিল্পী

২ জানুয়ারি ২০১৯

শিল্পী নিজে কাঁদলেন, কাঁদালেন দর্শকদেরও৷ এমনটাই দেখা গেল ইসরায়েলের এক টেলিভিশন রিয়েলিটি শো ‘ইসরায়েল গট ট‌্যালেন্টে'-এ৷ হুইলচেয়ারে নেচে মাত করলেন জাহাভা ও ওরেন৷ সেই নাচের ভিডিও এখন ভাইরাল৷

https://p.dw.com/p/3At1F
Radsport: Bahnrad-Weltcup in Berlin | Kristina Vogel
ছবি: picture-alliance/dpa/J. Carstensen

৬৩ বছর বয়সি জাহাভা নাচের টেলিভিশন রিয়েলিটি শো-তে নেচেছিলেন ৩৯ বছর বয়সি ওরেন-এর সঙ্গে৷ তাঁদের নাচে বাড়তি অনুষঙ্গ ছিল এক জোড়া হুইলচেয়ার৷  ওরেন একজন পেশাদার নৃত্যশিল্পী, কিন্তু জাহাভা হুইলচেয়ারে আটকে পড়া একজন মানুষ৷ ছোটবেলায় পোলিওর কারণে দু পায়ে চলার শক্তি হারান তিনি৷ তবে জাহাভার স্বপ্ন মরে যায়নি৷

টেলিভিশনে দেখানো সেই শো-র টিআরপি বাড়ানোর পাশাপাশি জাহাভা এখন তারকা৷  আর সেদিনের নাচ তো বলাই বাহুল্য৷ সেদিন নাচ দেখে বিচারকরা শুধু কাঁদছিলেন আর চোখের পানি মুছছিলেন৷

জাহাভা জানান, পোলিও আক্রান্ত না হলে তিনি নৃত্যশিল্পীই হতেন৷ অন্যদিকে ওরেন প্রতিবন্ধী  পিতা-মাতার সক্ষম ছেলে৷ তাই হুইল চেয়ারে আটকে পড়া মানুষদের বেদনাবোধ সবসময় তাঁকে তাড়িয়ে বেড়াতো৷ সেই ভাবনা থেকেই অনবদ্য এক নাচের দৃশ্য তৈরি করতে সক্ষম হয়েছেন সেদিনের মঞ্চে৷

মঞ্চে ওঠার আগেই জাহাভা বিচারকদের বলেন, তিনি একটি হুইলচেয়ার ব্যবহার করবেন এই নাচে, তবে সেটিতে তিনি আটকে থাকবেন না৷ অন্যদিকে ওরেন বলেন, এই মঞ্চে হুইলচেয়ার আমার জন্য শুধুই একটি নাচের অনুষঙ্গ৷ এরপরের চার মিনিট শুধুই মুগ্ধতা ও কান্নার৷

গত সপ্তাহে ইউটিউব ও ফেসবুকে দেওয়া এই  নাচের ভিডিওর ভিউ কয়েক লাখ ছাড়িয়ে গেছে৷

এফএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য