1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় এমপি আনোয়ারুল আজিম খুন, বাংলাদেশে আটক ৩ সন্দেহভাজন

সমীর কুমার দে ঢাকা
২২ মে ২০২৪

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের পশ্চিমবঙ্গে খুন হয়েছেন। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশের পুলিশ।

https://p.dw.com/p/4g8wO
বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভারতে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যায় জড়িত বাংলাদেশেরই নাগরিকছবি: Md. Nasim

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড৷ আনোয়ারুল আজিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

আনোয়ারুল আজিমের হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে৷ বাংলাদেশে আটক করা হয় তাদের। আটককৃত ব্যক্তিরা সম্প্রতি কলকাতা থেকে দেশে ফিরেছেন বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্টোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান ডয়চে ভেলেকে বলেন, "গত ১২ মে তিনি (আনোয়ারুল আজিম আনার) ভারতে গিয়ে নিখোঁজ হন। এই ঘটনায় ভারতে একটি সাধারণ ডায়েরি হয়। সেই ডায়েরির সূত্র ধরেই বাংলাদেশ পুলিশ ও ভারতের পুলিশ তদন্ত শুরু করেছিল। আজ সকালেই আমরা নিশ্চিত হয়েছি, তিনি খুন হয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আমরা তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি।” আটককৃতরা হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তথ্য দিয়েছে কিনা জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, "তাদের জিজ্ঞাসাবাদ চলছে, এখনই এর বেশি কিছু বলা যাবে না।”

চিকিৎসা করাতে ভারতে গিয়ে ১২ মে সন্ধ্যা ৭টার দিকে আনোয়ারুল কলকাতায় তার পূর্বপরিচিত গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন। গোপালের সঙ্গে তার ২৫ বছরের পারিবারিক সম্পর্ক রয়েছে। ১৩ মে বেলা ২টার দিকে আনোয়ারুল চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে গোপাল বিশ্বাসের বাসা থেকে বের হন। তখন গোপালকে বলে যান, তিনি সন্ধ্যায় বাসায় ফিরে আসবেন। এরপর আর বাসায় না ফেরার কারণে ১৮ মে কলকাতার বরাহনগর থানায় গোপাল বিশ্বাস একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আনোয়ারুল আজিমের ব্যক্তিগত সহকারি (পিএস) আবদুর রউফ ডয়চে ভেলেকে বলেন, "আমরা আজ সকালে মিডিয়ার মাধ্যমে জেনে তার মেয়েকে সঙ্গে নিয়ে ডিবি অফিসে আসি। তখন ডিবি কর্মকর্তারা আমাদেরকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।” দুপুরে রউফ বলছিলেন, তারা ডিবি অফিসেই আছেন। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। আনোয়ারুল আজিমকে খুঁজতে কেউ ভারতে গিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "একজন ছোট ভাই, একজন ভাগ্নে ও একজন ভাতিজা সেখানে গেছেন। তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছেছে, কিন্তু পুলিশ তাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না।”

জিজ্ঞাসাবাদ চলছে, এখনই এর বেশি কিছু বলা যাবে না: হাবিবুর রহমান

‘আমি নিজ চোখে দেখতে চাই কারা আমাকে এতিম করলো'

আনোয়ারুল আজিম আনারের খুনের ঘটনার বিচার চেয়েছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বাবার হত্যার খবর পেয়ে বুধবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-র গোয়েন্দা শাখা (ডিবি)-র কার্যালয়ে যান তার মেয়ে ডরিন। সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, "আমি আমার বাবা হত্যার বিচার চাই। আশা করি এই বিষয়ে প্রধানমন্ত্রী আমাকে সাহায্য করবেন।”

আনোয়ারুল আজিমের হত্যায় স্থানীয় কাউকে সন্দেহ করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, "না, আমি এখনও এ ব্যাপারে কিছু বলতে চাই না। আমি এতিম হয়ে গেছি। আপনারা সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করে দিন। আমি শুধু আমার বাবার হত্যার বিচার চাই। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি (ডিবি প্রধান) হারুন (হারুন অর রশিদ) স্যারকে বলেছি, আমিও তো আইন নিয়ে পড়ি। আমি শুধু দেখতে চাই আমার বাবার হত্যাকারীদের শাস্তি হয়েছে। ১৪ বছর আমার বাবা নানা মিথ্যা মামালায় হুমকির সম্মুখীন হয়েছেন। আমি নিজ চোখে দেখতে চাই কারা আমাকে এতিম করলো।”

আনোয়ারুল খুনে বাংলাদেশের মানুষ জড়িত : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারতে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তিনি আরো বলেন, ‘‘এ ঘটনায় আমাদের বাংলাদেশের মানুষ জড়িত। এই হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।'' বুধবার দুপুরে নিজ বাসভবনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, "আজ বুধবার সকালে ভারতীয় পুলিশ আমাদেরকে জানিয়েছেন এমপি আনোয়ারুল আজিম খুন হয়েছেন। ভারতীয় পুলিশ যে তথ্য আমাদেরকে দিয়েছিলেন সে তথ্যনুযায়ী বাংলাদেশ পুলিশ তিনজন অপরাধীকে ধরেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে।” ঝিনাইদহ ‘সন্ত্রাসপূর্ণ সীমান্ত এলাকা' উল্লেখ করে মন্ত্রী বলেন, "আনার সাহেব এবারও সেখান থেকে নির্বাচিত হয়েছিলেন। চিকিৎসার জন্য তিনি ভারতে যাওয়ার পরে এ ঘটনাটি ঘটে। বাংলাদেশ পুলিশ এ নিয়ে কাজ করছে৷ শিগগির খুনের মোটিভ জানাতে পারবো। ভারতীয় পুলিশ আমাদেরকে সব ধরনের সহযোগিতা করছে। এ বিষয়ে যা যা করা দরকার আমরা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "মরদেহ আমাদের হাতে এখনো আসেনি। দুই দেশের পুলিশ কাজ করছে। আমাদের কাছে যে তথ্য আছে সবগুলো প্রকাশ করছি না। তদন্তের স্বার্থে এখন আমরা অনেক কিছুই বলবো না। কোথায় খুন হয়েছে, কীভাবে খুন হয়েছে, কে কে খুন করেছে, কী ধরনের অস্ত্র দিয়ে খুন করা হয়েছে তদন্ত শেষে সবকিছু জানানো হবে। ভারতীয় পুলিশ জানিয়েছে, এমপি আনার খুন হয়েছেন এটি নিশ্চিত। খুনের পেছনে কী কারণ তা পরে জানাবো।”

আমরা মিডিয়ার মাধ্যমে আনোয়ারুল আজিমের মৃত্যুর তথ্য জেনেছি: আবদুর রউফ

কলকাতা পুলিশও দুজনকে আটক করেছে : পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধাননগরের নিউটাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেখানে এখনো কোনো লাশ খুঁজে পায়নি পুলিশ। কলকাতা পুলিশ বাংলাদেশের উপহাইকমিশনকে এ তথ্য জানিয়েছে। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, "এমপি আনোয়ার সাহেবের হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে, সেখানে কোনো লাশ খুঁজে পায়নি। তবে হত্যাকাণ্ডের পর কয়েকজনকে আটক করা হয়েছে। ডিবি আটক করেছে, কলকাতা পুলিশও দু'জনকে আটক করেছে। কীভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সে ব্যাপারে তদন্ত চলছে। আমরা কলকাতায় আমাদের উপ-হাইকমিশনের মাধ্যমে খোঁজ রাখছি। মিশন কলকাতা পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।”

প্রতিক্ষণেই ভারতীয় পুলিশের সঙ্গে আমাদের কথা হচ্ছে: ডিবি প্রধান হারুন

আনোয়ারুল আজিম বাংলাদেশের কিছু অপরাধীর হাতে নৃশংসভাবে খুন হয়েছেন- বলেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। বুধবার বেলা সোয়া দুইটার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, কালিগঞ্জের তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড। এটি পারিবারিক, আর্থিক, নাকি এলাকার কোনো দুর্বৃত্তকে দমন করার জন্য হয়েছে, তা আমরা তদন্ত করে দেখছি। বিষয়টি নিয়ে আমরা নিবিড়ভাবে ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছি। প্রতিক্ষণেই তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে। অনেক তথ্য পাচ্ছি। তদন্তের স্বার্থে সেসব বিষয় আমরা বলতে চাচ্ছি না।''

গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, "সংসদ ভবন এলাকা থেকে সংসদ সদস্য আনোয়ারুল ভারতের উদ্দেশে রওনা হয়েছেন। এ জন্য এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় আজকের মধ্যে মামলা হবে। তার মেয়ে মামলা করতে সহযোগিতা ও পরামর্শের জন্য আমাদের কাছে এসেছেন। আমরা তার মেয়েকে মামলা করতে সহযোগিতা করবো। একজন সংসদ সদস্যকে বাংলাদেশের কিছু অপরাধী নৃশংসভাবে যেভাবে হত্যা করেছে, আমরা তাদের কয়েকজনকে আইনের আওতায় নিয়ে এসেছি। তদন্তের স্বার্থে আমরা আটক ব্যক্তিদের নাম বলছি না। বাকিদেরও আইনের আওতায় আনা হবে।”