কলকাতা বইমেলা: মেলার চেয়েও বেশি কিছু
চলতি কথায় বলা হয়, ‘বাঙালির বারো মাসে তেরো পার্বন’৷ সেই ত্রয়োদশ পার্বনটি যে এই বইমেলা, সে নিয়ে কিন্তু কোনো তর্ক নেই৷ আন্তর্জাতিক ক্যালেন্ডার মেনে যে মেলার শুরু হয় জানুয়ারির শেষ সপ্তাহে৷
হাসিমুখের সারি
বই ভালবাসেন যাঁরা, বইমেলায় এলেই তাঁদের মুখ হাসিতে ভরে যায়৷ পছন্দের বইটি খুঁজে পাওয়ার তৃপ্তি থাকে চোখে-মুখে৷
বাংলার ছবি
এবারের কলকাতা বইমেলায় বাংলাদেশের প্যাভেলিয়নটি তৈরি হয়েছে বাংলার চিরন্তন পোড়ামাটির একচালা মন্দিরের আদলে৷
কবিতার গাড়ি
ভ্যান রিকশার অদলবদল করে সাজানো কবিতার গাড়ি৷ নতুন বই কেনার পাশাপাশি কবিদের স্বকণ্ঠে কবিতা পাঠ শোনার সুযোগ৷
বাউল গান
বইমেলার পশ্চিমবঙ্গ প্যাভেলিয়ন৷ তার সামনে বসছে বাউল গানের আসর৷
ভ্রাম্যমান
সব বই যে দোকান থেকে বিক্রি হয়, তা নয়৷ এরকম অনেকেই মেলার মাঠে ঘুরে ঘুরে বই, ছোট পত্র-পত্রিকা বিক্রি করেন৷
চেনা ছবি
নামি প্রকাশকের স্টলের বাইরে ক্রেতাদের সারিবদ্ধ অপেক্ষা৷ যত দিন এগোয়, এই সারি দীর্ঘ হতেই থাকে৷
সুখাদ্যে ঝোঁক
বইমেলায় সমান জনপ্রিয় রকমারি খাবারের দোকান৷ বই কেনার ফাঁকে খাওয়াদাওয়া চলে জমিয়ে৷
এবং অন্যরকম
সূর্যই পৃথিবীর চারদিকে ঘোরে! প্রচলিত বৈজ্ঞানিক ধারণার বিরুদ্ধে গিয়ে নিজস্ব মত প্রতিষ্ঠার এই চেষ্টা চলছে বহু বছর ধরে৷
ছোটর দাপট
ছোট পত্র-পত্রিকার নিজস্ব রাজ্যপাট৷ নামেই ছোট, কিন্তু বিশ্বাসে এবং জনপ্রিয়তায় মোটেই ছোট নয়৷
প্রান্তজনেরা
ছবি আঁকিয়েদের কোনো অজ্ঞাত কারণে সরিয়ে রাখা হয় মূল মেলা থেকে৷ রাস্তার ধারে বসেন ওঁরা, কিন্তু মাথা ঝুঁকিয়ে নয়৷
পড়শিদেশের বই
বাংলাদেশের বই নিয়ে বিপুল আগ্রহ দেখা যায় প্রতি বছরই৷ এবারও তার ব্যতিক্রম নয়৷
মেলার স্মৃতি
ওঁরা বই কেনেন, বাড়তি হিসেবে সঙ্গে নিয়ে যান নিজেদের ছবি৷ বইমেলায় সেল্ফি তোলাও এখন বেশ জনপ্রিয়৷