1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কর্নাটক মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ভাগ্য এখন সুতোয় ঝুলছে

২৫ জুলাই ২০১১

কর্নাটকের বিজেপি মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বিরুদ্ধে রাজ্য লোকায়ুক্তের রিপোর্টে দুর্নীতির বিভিন্ন অভিযোগ ওঠায় দলের ভেতরে ও বাইরে তাঁর ইস্তফার জন্য চাপ বাড়ছে৷

https://p.dw.com/p/122y3
চাপের মুখে ইয়েদুরাপ্পাছবি: UNI

কিন্তু ইয়েদুরাপ্পা ইস্তফা না দেবার সিদ্ধান্তে অনড়৷ বিজেপি পড়েছে চরম অস্বস্তিতে৷

কর্নাটকের লোকায়ুক্ত বিচারপতি সন্তোষ হেগড়ে তাঁর রিপোর্টে রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী বি.এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছেন৷ প্রধান অভিযোগ, কর্নাটকের বেলারি অঞ্চলে আকরিক লোহার অবৈধ খনন এবং লোকায়ুক্ত হেগড়ের ফোনে আড়িপাতা নিয়ে৷

লোকায়ুক্তের রিপোর্ট সরকারিভাবে প্রকাশ করা হবে আগামী বুধবার৷ কিন্তু তার আগেই রিপোর্ট ফাঁস হয়ে গেছে৷ তাতে বলা হয়, রাজ্যের বেলারি এলাকা থেকে আকরিক লোহার অবৈধ খনন কার্য চলেছে বিনা বাধায়৷ রোজ প্রায় ৪০০-৫০০ ট্রাক বোঝাই আকরিক লোহা পাচার হয়ে যাচ্ছে বিনা পারমিটে৷ এতে ২০০৯-১০ সালে ১৮০০ কোটি টাকার রাজস্বের লোকসান হয়৷

Bharatiya Janata Party Partei Indien Yediyurappa
বিজেপি দলের মধ্যেও ইয়েদুরাপ্পার বিরুদ্ধে অসন্তোষ বাড়ছেছবি: AP

এরফলে বিরোধী কংগ্রেসসহ রাজনৈতিক দল এবং বিজেপির একাংশ থেকে মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার পদত্যাগের দাবি ক্রমশই জোরালো হচ্ছে৷ পদত্যাগের দাবি নস্যাৎ করে দিয়ে ইয়েদুরাপ্পা দলের সভাপতি নিতিন গডকড়িকে চিঠি লিখে জানিয়েছেন যে, তাঁর বিরুদ্ধে ওটা অভিযোগের তদন্ত করতে গঠন করা হোক দলীয় কমিটি৷ সেই কমিটির রিপোর্টের পরেই তার রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক, তার আগে নয়৷

লোকায়ুক্ত সন্তোষ হেগড়ের ফোনে আড়িপাতার অভিযোগকে ক্ষমার অযোগ্য অপরাধ বলে অভিহিত করে মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই অভিযোগের তদন্তের জন্য একটি কেন্দ্রীয় দল পাঠাবার অনুরোধ করেছেন৷ আড়িপাতার ঘটনায় তাঁর বা তাঁর দলের হাত থাকার কথা অস্বীকার করেন তিনি৷

বিজেপি যখন কেন্দ্রের মনমোহন মোহন সিং সরকারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে লড়াই চালাচ্ছে,তখন বিজেপির অন্দরেই দুর্নীতির অভিযোগ উঠায় বিজেপি এবং তার শরিক দলগুলি পড়েছে মহা ফাঁপরে৷বিজেপির ভাবমূর্তির প্রশ্ন জড়িত৷ দলীয় নেতৃত্ব এখন তাই চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায়৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য