করোনায়ও থেমে নেই আদিবাসীদের লড়াই
১১ মে ২০২০কলম্বিয়ায় প্রায় ১৯ লাখ আদিবাসীর বাস৷ তাদের একটি অংশ দেশটির প্রায় এক হাজার সংরক্ষিত এলাকায় বাস করেন৷
সবচেয়ে বড় আদিবাসী গোষ্ঠী নাসার সদস্য সংখ্যা প্রায় আড়াই লাখ৷ তাদের একজন উইলিয়াম (প্রকৃত নাম দিতে চাননি)৷ তিনি থাকেন লোপেজ আদেত্রো নামের একটি সংরক্ষিত এলাকায়, যার আয়তন ২,২৩৭ হেক্টর৷ সেখানে নাসা গোষ্ঠীর প্রায় দুই হাজার মানুষ থাকেন৷ ২০১৫ সালে তাঁরা একটি কোম্পানির আখ খেতের একটি অংশ দখল করে সেখানে বসতি গড়ে তোলেন৷
এই জমিটি তাদের কাছ থেকে ‘চুরি’ করা হয়েছিল বলে অভিযোগ উইলিয়ামের৷ ‘‘এরপর আমরা আমাদের জমিতে পুনর্বনায়ন করি৷ দখলের পর ঐ কোম্পানি শুধু আখ চাষ করায় জমি শুকিয়ে গিয়েছিল,’’ বলে জানান তিনি৷ এখন ক্ষয়ে যাওয়া জমির মান ঠিক করতে সেখানে কাসাভা, ভুট্টাসহ অন্যান্য শস্য চাষ করা হচ্ছে৷
উইলিয়াম বলেন, কোম্পানির কাছ থেকে জমি পুনরুদ্ধারের পর আবারও ঐ কোম্পানি পুলিশের সহায়তায় জমির নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করেছিল৷ ‘‘তারা (পুলিশ) আমাদের দিকে কাঁদানে গ্যাস ছুড়লে আমরা দা, লাঠি আর পাথর ছুড়ে প্রতিহত করেছি,’’ জানান তিনি৷ এখন আর কেউ তাদের বিরক্ত করেনা বলেও জানান উইলিয়াম৷
লোপেজ আদেত্রো সংরক্ষিত এলাকাটি কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমের কাওকা রাজ্যে অবস্থিত৷ ঐ রাজ্যে আদিবাসীরা এখন আরও নয়টি এলাকায় তাদের জমি পুনরুদ্ধারের চেষ্টা করছে বলে জানিয়েছে আঞ্চলিক আদিবাসী পরিষদ৷
কাওকা ছাড়াও কলম্বিয়ার অন্য এলাকায় বাস করা কয়েক ডজন আদিবাসী সম্প্রদায়ও জমি পুনরুদ্ধারের চেষ্টা করছে৷
জমি ফিরে পেতে শুরুতে তারা আইনি পথে হাঁটার চেষ্টা করেন৷ কিন্তু অভিযোগ নিষ্পত্তির কাজে ধীরগতি এবং রায় দেয়ার সময় ব্যবসায়ীদের স্বার্থ দেখা, ইত্যাদি অভিযোগে মাঝেমধ্যে সহিংসতার পথ বেছে নেন আদিবাসীরা৷
জমি দখল করতে অনেক সময় আদিবাসীদের হত্য়া করা হয়৷ ২০১৮ সালের মে মাস থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত দেড় বছরে ১৩৪ জন আদিবাসীকে হত্য়া করা হয় বলে জানিয়েছে কলম্বিয়ার জাতীয় আদিবাসী সংস্থা৷ এমনকি করোনা মহামারির সময়েও কয়েকজনকে হত্যার ঘটনা ঘটেছে৷ ব্যবসায়ীদের স্বার্থ দেখা আধা-সামরিক বাহিনী বেশিরভাগ হত্যার জন্য দায়ী৷ এছাড়া গেরিলা ও মাদকপাচারের সঙ্গে জড়িত অপরাধীদের হাতেও প্রাণ হারাচ্ছেন আদিবাসীরা৷
জেডএইচ/এসিবি (ডিপিএ)