করোনায় বিপাকে ইটালির ওয়াইন উৎপাদকরা
২৬ মার্চ ২০২০ইটালির সর্বদক্ষিণের অঞ্চল পুগলিয়া৷ দিন যত যাচ্ছে এখানকার ওয়াইন উৎপাদকদের চিন্তা ততই বাড়ছে৷ সময়টা এখন আঙ্গুরের ফলনের৷ তার থেকে তৈরি হবে ওয়াইন, যা এই অঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি৷
কিন্তু উৎপাদকদের হাতে এখন আঙ্গুর সংগ্রহের পর্যাপ্ত টাকা নেই৷ করোনা ভাইরাসের কারণে এরই মধ্যে ওয়াইনের বিক্রি কমে গেছে৷ জার্মানি এবং ফ্রান্স থেকে আসা সব কার্যাদেশগুলোও বাতিল হয়ে গেছে৷ ‘‘যদি পরিস্থিতির উত্তরণ না ঘটে তাহলে আমরা এমনকি ফসল তোলার জন্য মৌসুমি শ্রমিকদেরও পাবো না,'' বলেন স্থানীয় একটি সংগঠনের প্রধান লুকা লেজারো৷ স্থানীয় উদ্যোক্তারা সাধারণত উৎপাদনে যাওয়ার জন্য ব্যাংকের কাছ থেকে ঋণ নেয়৷ কিন্তু এবার পরিস্থিতিটা ভিন্ন৷
ইটালির ব্যাংকগুলো অবশ্য ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কয়েক বিলিয়ন ইউরো ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে৷ নতুন ঋণের আশিভাগ ‘গ্যারান্টি' সরকার নিজেই দেবে বলে জানিয়েছে৷
তারপরও অর্থছাড় নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা৷ বিশেষ করে দক্ষিণাঞ্চলে যে ব্যাংকগুলো রয়েছে তাদের অবস্থা এমনিতেই দুর্বল৷ এখানে খেলাপির হারও অন্য অঞ্চলের চেয়ে বেশি৷ এ কারণে যাদের ব্যবসা ব্যাংকের অর্থের উপর নির্ভরশীল, তারা বড় বিপদে পড়েছেন৷ ব্যাংকগুলো সেখানে যথেষ্ট অর্থের জোগান দিতে পারছে না৷
সব মিলিয়ে পুগলিয়ার ওয়াইন শিল্প আর উৎপাদকরা এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি দাড়িয়ে৷
এফএস/এসিবি (রয়টার্স)