করোনায় বাংলাদেশে নতুন রোগী শনাক্ত হয়নি
৯ মার্চ ২০২০বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা এখনও তিনজন৷ নতুন করে কেউ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নেই বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর৷ এই বিষয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা৷ বিদেশ ফেরত কারো প্রতি বিরুপ আচরণ না করতে বাড়ির মালিকদের প্রতি আহবান জানিয়েছেন তিনি৷
এর আগে রোববার বাংলাদেশে তিনজন নভেল করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার ঘোষণা দেয় আইইডিসিআর৷ আক্রান্তদের দুইজন সম্প্রতি ইটালি থেকে দেশে ফিরেছেন৷ পরবর্তীতে তাদের সংস্পর্শে আসা মোট চারজনকে পরীক্ষা করা হলে একজনের পরিবারের নারী সদস্যের দেহে কোভিড ১৯ ভাইরাসটি পাওয়া৷ আক্রান্ত তিনজনের বয়স ২০ থেকে ৩৫ বছর৷
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নভেল করোনার ভাইরাস কোভিড ১৯ বাংলাদেশে এখনও ব্যাপকতা নিয়ে ছড়িয়ে পড়েনি৷ তাই স্কুল, কলেজ বন্ধের প্রয়োজন নেই৷
প্রবাসীদের পরিস্থিতি
আইইডিসিআরের রবিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিঙ্গাপুর, আরব আমিরাত, ইটালি ছাড়া অন্য দেশে এখন পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশি কোভিড ১৯ আক্রান্ত হননি৷ সিঙ্গাপুরের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন একজন বাংলাদেশি, তার অবস্থার উন্নতি হয়নি৷ এছাড়া উহান থেকে ভারতে ফেরা ২৩ জন বাংলাদেশি দিল্লি শহর থেকে ৪০ মাইল দূরে কোয়ারেন্টাইনে রয়েছেন৷ পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে৷
প্রতিরোধে যেসব ব্যবস্থা নেয়া হয়েছে
শনিবার থেকে দেশের সব আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে৷ পাশাপাশি দুটি সমুদ্র বন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও বেনাপোল রেলওয়ে স্টেশনেও যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে৷ রবিবার ১৬,৯৫৫ জনকে পরীক্ষা করা হয়েছে৷
সংক্রমণ প্রতিরোধে সবাইকে ঘন ঘন সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড সময় ধরে হাত ধুতে হবে৷ অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করা যাবে না৷ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে৷ হাঁচি, কাশি দেয়ার সময় বাহু, টিস্যু বা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে হবে৷ অসুস্থ পশু-পাখির সংস্পর্শ এড়িয়ে চলা, মাছ-মাংস ভালোভাবে রান্না করে খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে৷
করোনা সম্পর্কিত তথ্যের জন্য হটলাইন চালু করেছে আইইডিসিআর৷ নাম্বার: ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫৷
এফএস/কেএম (আইডিসিআর, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)