করোনার ফলে কোথায় কী হচ্ছে?
করোনা ভাইরাস গোটা বিশ্বে অভূতপূর্ব সংকট সৃষ্টি করছে৷ ফলে মানুষের জীবনযাত্রাও বদলে যাচ্ছে৷ প্রকৃতিও অনেক ক্ষেত্রে ভিন্ন আচরণ করছে৷ এমনই কিছু দৃষ্টান্তের দিকে নজর দেওয়া যাক৷
গোলাপের করুণ দশা
গোলাপফুল আবেগ ও বন্ধুত্বের প্রতীক৷ কিন্তু কেনিয়ার ‘ব্লিস ফ্লোরা’ ফার্মের সাদা গোলাপ বিক্রির আগেই জঞ্জালের স্তূপে চলে যেতে পারে৷ কারণ, করোনা সংকটের ফলে ইউরোপের বাজার ধসে পড়েছে৷ সেখানে ফুল পাঠানোর কাজও অসম্ভব হয়ে পড়েছে৷ শুধু এই একটি ফার্ম থেকেই প্রতিদিন প্রায় এক লাখ বিশ হাজার ফুল রপ্তানি করা হয়৷
অতিথি ছাড়াই বিয়ে
আগামী কয়েক সপ্তাহে যারা বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করেছিলেন, দুঃখজনক হলেও তারা বড় আকারের অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন না৷ জার্মানির এক হবু দম্পতিও হাল ছেড়ে দিয়ে সপ্তাহান্তে রেজিস্ট্রি সেরে নিয়েছেন৷ সঙ্গে কেউই ছিল না বললেই চলে৷ কারণ, সরকারি নিয়ম অনুযায়ী প্রকাশ্যে দুইয়ের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ৷
উৎসব ছাড়াই নববর্ষ
ইরানে ‘নওরোজ’ বা পারস্যদেশীয় নববর্ষ উপলক্ষ্যে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব মিলিত হন৷ বসন্ত ঋতুকে স্বাগত জানাতে রাজপথেও উৎসব পালিত হয়৷ কিন্তু করোনা সংকটের কারণে দেশের অনেক মানুষ বাসার মধ্যে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গেই নববর্ষ উৎসব পালন করছেন৷ কেউ একজন তেহরানের মেলাত পার্কে বসন্তের ছবি তুলেছেন৷
বসন্তের ফুল
জার্মানিতে বসন্তের ছোঁয়া লেগেছে৷ দেশের প্রায় সব প্রান্তেই চেরি ফুল বসন্তের বার্তা বয়ে আনছে৷ যেমন এই বাগানে গোলাপি ও সাদা রং ছেয়ে গেছে৷ সেখানে গেলে জাপানের এই ফুলের সুগন্ধও উপভোগ করা সম্ভব৷
বাসায় থাকুন!
জার্মানিতে স্কুল ও কিন্ডারগার্টেন আপাতত বন্ধ রয়েছে৷ সীমান্তও কার্যত বন্ধ৷ করোনা ভাইরাসের কারণে নাগরিকদের বাধ্য হয়ে অনেক বাধানিষেধ মেনে চলতে হচ্ছে৷ সংক্রমণের গতি কমাতে সরকার, প্রশাসন ও বিশেষজ্ঞরা সাধারণ মানুষের উদ্দেশ্যে যতটা সম্ভব বাসায় থাকার আবেদন জানাচ্ছে৷
করোনার বিরুদ্ধে সংগীত
ইটালির এই নারী বাসনের ঢাকনা নিয়ে পাড়ার বারান্দা কনসার্টে অংশ নিয়েছেন৷ গোটা দেশে এভাবে মানুষ বারান্দা বা জানালার পাশে দাঁড়িয়ে ভয়ভীতি, একাকীত্ব ও একঘেয়েমি কাটানোর চেষ্টা করছেন৷ দৈনন্দিন কেনাকাটার মতো অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবার উপায় নেই৷
করোনা সত্ত্বেও রং খেলা
ভারতসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে হোলি উৎসব পালিত হয়েছে৷ এভাবে অশুভ শক্তির বিনাশের মাধ্যমে বসন্তের সূচনাকেও স্বাগত জানানো হয়৷ তবে এ বছর করোনা ভাইরাসকে ঘিরে আতঙ্কের কারণে অনেকেই রং নিয়ে খেলেন নি৷ তবে বিচ্ছিন্নভাবে অবশ্যই রংয়ের উৎসবে মেতে উঠেছে৷
হাসপাতালে রঙের ছোঁয়া
প্রশাসনের নির্দেশ অনুযায়ী চীনের উহান শহরে অস্থায়ী হাসপাতালে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা পদ অনুযায়ী ভিন্ন রংয়ের ইউনিফর্ম পরে কাজ করছেন৷ আপাতত চীনের করোনা পরিস্থিতির উন্নতি হলেও বিশেষজ্ঞদের মতে, বিপদ এখনো পুরোপুরি কেটে যায়নি৷