কমনওয়েলথ গেমস: দেখা হবে গ্লাসগোতে
১৫ অক্টোবর ২০১০সেখানেই এ্যাথলিটরা বললেন, বিদায় দিল্লি, আবার দেখা হবে ২০১৪ সালে স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোতে৷ সমাপনী অনুষ্ঠানের শুরুতে নিতিন অরোরার উপস্থাপনায় অনুষ্ঠিত হয় ডিসপ্লে৷ এরপর মাঠে প্রবেশ করতে শুরু করেন বিশিষ্ট ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিরা৷ এদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, প্রিন্স চার্লস এডওয়ার্ড, কমনওয়েলথ গেমস ফেডারেশনের সভাপতি মাইক ফিনেল ও দিল্লি গেমস আয়োজক কমিটির চেয়ারম্যান সুরেশ কালমাদি৷
অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দিক্ষিত পরবর্তী গেমসের আয়োজক শহর গ্লাসগোর লর্ড প্রভোস্ট রবার্ট উইন্টারের কাছে গেমস পতাকা হস্তান্তর অনুষ্ঠানের সূচনা করেন৷ শেষ পর্বে উপস্থাপন করা হয় লেজার শো৷
নানা কথা শোনা গিয়েছিল এই গেমস শুরুর আগে থেকেই৷ ছিল আশঙ্কা এবং ভীতি৷ ছিল সমালোচনা৷ হুমকি ছিল খোদ জঙ্গিদের কাছ থেকে৷ ফলে নিরাপত্তার চাদরে ঢাকা ছিল এই আয়োজন৷ তবে শেষদিনের আয়োজন ছিল সত্যিই মনে রাখবার মতো৷ উপমহাদেশের কোন দেশ এই প্রথমবারের মতো এই গেমসের আয়োজন করলো৷ এবারের গেমসে ২৭২টি স্বর্ণ পদকের জন্য লড়েছে ৭১টি দেশের প্রায় ১০ হাজার এ্যাথলিট৷
আসরে সর্বাধিক পদক পেলো অস্ট্রেলিয়া৷ ৭৪টি স্বর্ণ পদকসহ তাদের মোট পদকের সংখ্যা ১৭৭টি৷
প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই