কফি খেলে গুণতে হবে বাড়তি টাকা?
২৪ ডিসেম্বর ২০১৮কর্তৃপক্ষ জানিয়েছে, পুনর্ব্যবহারযোগ্য নয় এ ধরনের পণ্যের ব্যাবহার কমাতে চায় তারা৷ আর তাই একবার ব্যবহারোপযোগী পণ্য, যেমন কফি কাপ, পিৎসাবক্সসহ অন্যান্য খাবারের মোড়কের উপর কর আরোপের কথা ভাবছে তারা৷ এ বিষয়ে সংশ্লিষ্ট আইন প্রণয়নের কাজ চলছে৷
এর ফলে টুবিংগেন হবে পরিবেশবান্ধব পণ্যের ব্যবহারকে উৎসাহিত করতে এ ধরনের পদক্ষেপ নেয়া প্রথম শহর৷ শহরটির মেয়র এবং গ্রিন পার্টির সদস্য বরিস পালমার মনে করেন, পুনর্ব্যবহারযোগ্য পণ্যের দাম কোনোভাবেই একবার ব্যবহারোপযোগী পণ্যের দামের চেয়ে বেশি হওয়া উচিত নয়৷
‘‘আমরা পরিবেশ অনিষ্টকারী পণ্য ব্যবহারের বিষয়টিকে একেবারে উঠিয়ে দিতে চাই৷ আর তাই একবার ব্যবহারোপযোগী পণ্যের উপর করারোপের মাধ্যমে এর দাম বাড়িয়ে দিতে চাই, যেন মানুষ এটি কম ব্যবহার করে৷''
কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটির বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ বাবদ গত বছর তাদের খরচ হয়েছিল ৫০ হাজার ইউরো৷ একবার ব্যবহারোপযোগী পণ্যের উপর কর আরোপ করা হলে এর ব্যবহার কমবে, যা একদিকে যেমন পরিবেশবান্ধব পণ্য ব্যাবহারকে উৎসাহিত করবে, অন্যদিকে বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ খরচও কমিয়ে আনবে৷ কেননা, যে্সব প্রতিষ্ঠান একবার ব্যবহারোপযোগী পণ্য ব্যবহার করছে, তাদেরকে প্রতিটি পণ্যের জন্য কর প্রদান করতে হবে৷
এদিকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ সমূহ একবার ব্যবহারোপযোগী পণ্যের ব্যবহার বন্ধ করতে একমত হয়েছে৷ উল্লেখ্য, সমুদ্র বর্জ্যের ৫০ ভাগই হলো প্লাস্টিকের বোতল, কফি কাপ, বাজারের ব্যাগ ইত্যাদির মতো একবার ব্যবহারোপযোগী নানা ধরনের পণ্য৷
এলিজাবেথ শুমাখার/আরআর