‘কখনও দেশে ফেরত যাব না’
১৮ অক্টোবর ২০২০‘‘অনেক টাকা খরচ করে এখানে এসেছি৷ আমাদের স্বপ্ন ইটালি, স্পেন যাওয়ার৷ আমরা কখনও দেশে ফেরত যাবো না,’’ এভাবেই ডয়চে ভেলের কাছে প্রতিক্রিয়া জানান বসনিয়ার ভেলিকা ক্লাদুসা এলাকার একটি পরিত্যাক্ত কারখানায় দিন যাপন করা বাংলাদেশিরা৷
ইউরোপের সঙ্গে দেশটির সীমান্তবর্তী এই অঞ্চলে এখন কয়েকশো বাংলাদেশি আটকা পড়েছেন৷ কেমন আছেন তারা তা জানতে সেখানে আছেন ডয়চে ভেলের সাংবাদিক আরাফাতুল ইসলাম ও অনুপম দেব কানুনজ্ঞ৷ রোববার সকালে তারা একটি জঙ্গলে আশ্রয় নেয়া বাংলাদেশিদের সঙ্গে কথা বলেছেন৷ সেখান থেকে কিছুটা দূরে রয়েছে জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থা আইওএম এর একটি আশ্রয় ক্যাম্প৷ সেখানে থাকার সুযোগ না পেয়ে কাছেই পরিত্যাক্ত একটি কারখানা ভবনেও আশ্রয় নিয়েছেন শতাধিক বাংলাদেশি৷
জঙ্গলের ভেতরে ময়লা-আবর্জনা পরিবেষ্টিত ভবনটিতে গাদাগাদি করে অবস্থান করছেন তারা৷ ভাঙ্গা ছাদ আর দেয়ালবিহীন স্থাপনাটিতে শীত আর বৃষ্টিতে অবর্ণনীয় কষ্টের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন তারা ডয়চে ভেলের সংবাদকর্মীদের কাছে৷
অনেকেই ইতোমধ্যে বেশ কয়েকবার চেষ্টা করেছেন সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের৷ কিন্তু পুলিশের বাধার মুখে ফেরত আসেন তাদের বেশির ভাগই৷ সীমান্ত পাড়ি দেওয়ার সময় পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন কেউ কেউ৷
সরকার সহযোগিতা করলে দেশে ফেরত যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তারা জানান, তাদের স্বপ্ন ইটালি, স্পেন যাওয়ার৷ কোনভাবেই তারা এ স্বপ্ন ত্যাগ করবেন না৷
আরআর/এফএস