1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বেনা: দীপু মনি

৪ মার্চ ২০১১

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী ড. ইউনূসের অপসারণের ঘটনায় বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে কোন নেতিবাচক প্রভাব পড়বেনা বলে মনে করেন পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি৷

https://p.dw.com/p/10TY2
পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনিছবি: DW

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন ব্যক্তির ওপর নির্ভর করেনা৷ আর সরকার প্রচিলত আইনে তার অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি উল্লেখ করেন৷

মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অপসারণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন গতকাল৷ আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এর জবাব দিয়েছেন৷ তিনি বলেছেন, গ্রামীণ ব্যাংক সরকারেরই একটি প্রতিষ্ঠান৷ এই ব্যাংকে সরকারেরও অংশ রয়েছে৷ দেশের প্রচলিত আইন কানুন অনুযায়ী সরকার সিদ্ধান্ত নিয়েছে৷ সরকার তার বিবেচনা থেকে সঠিক কাজটিই করেছে৷ সরকার তার অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে৷

ডা. দীপু মনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি৷ তার জন্য আন্তর্জাতিক মহলে উদ্বেগ থাকতেই পারে৷ কিন্তু তাই বলে বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ বিষয়ে একটি আইনগত সিদ্ধান্তে কোন দেশের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারেনা৷ বাংলাদেশ ও মার্কিন যুত্তরাষ্ট্রের সম্পর্ক কোন ব্যক্তির ওপর নির্ভর করেনা৷ করা উচিত না৷

ডা. দীপু মনি বলেন, বিষয়টি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে৷ তাই আমাদের আদালতের সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ডয়চে ভেলে, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক