1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামার পালে স্যান্ডি-হাওয়া

১ নভেম্বর ২০১২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের যখন সাত দিনও বাকি নেই তখন কিনা ভোট প্রার্থনা বন্ধ রাখলেন ওবামা! তাতে অবশ্য তাঁর ক্ষতির চেয়ে লাভই বেশি হওয়ার কথা৷

https://p.dw.com/p/16aqx
ছবি: Reuters

‘‘আপনারা আমার ভাবনায় আছেন, প্রার্থনায় আছেন৷ আপনাদের এ দুঃসময়ে পাশে আছি আমি৷'' গত তিন দিন নির্বাচনী প্রচারণা বন্ধ রেখে স্যান্ডির আঘাতে বিপর্যস্ত মানুষের পাশে গিয়ে এ কথাই বলেছেন বারাক ওবামা৷ বলেছেন, ‘‘আমরা এখানে এসেছি আপনাদের জন্য৷ আমরা আপনাদের ভুলবো না৷ বিপর্যয় কাটিয়ে পুরোপুরি গুছিয়ে ওঠার আগ পর্যন্ত আমরা অবশ্যই চোখ রাখবো আপনাদের ওপর৷ কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা সরবো না৷''

কাজ মানে, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে চরম দুর্দশাগ্রস্ত লক্ষ মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা৷ গত কয়েকটা দিন প্রকৃত নেতার মতো সে আশ্বাসই দিয়ে গেছেন এই ডেমোক্র্যাট প্রার্থী৷

USA Hurrikan Sandy Ostküste
ঘূর্ণিঝড় স্যান্ডি সৃষ্ট বিপর্যয় এখনও কাটিয়ে ওঠা যায় নি...ছবি: Getty Images

অন্যদিকে, রিপাবলিকান প্রার্থি মিট রমনি স্যান্ডিতে যখন তছনছ হয়ে যাচ্ছে বিপুল এলাকার জনজীবন, তখনও বন্ধ রাখেন নি নির্বাচনী প্রচারণা৷ দৈনন্দিন কাজের সূচিতে শুধু স্থান পেয়েছিল দুর্গত এলাকা সফরের বিষয়টি৷ তা এমন বিপরীত কৌশলে কার লাভ হলো? কে বাড়িয়ে নিলেন ভোটারের আস্থা? এক কথার জবাবটা সময়ই দেবে৷ মঙ্গলবার তো খুব দূরে নয়৷ তারপর শেষ হবে ব্যালট গণনা৷ জানা যাবে যুক্তরাষ্ট্র নতুন প্রেসিডেন্ট পাবে, নাকি আরেকটা সুযোগ পাবেন ওবামা?

যুক্তরাষ্ট্রের মিডিয়ার দেয়া খবর অনুযায়ী, স্যান্ডির কারণে এ পর্যন্ত মারা গেছে ৬০ জন৷ ক্ষয়-ক্ষতি হয়েছে ব্যাপক৷ এমন পরিস্থিতিতে ভোট প্রার্থনা বুধবার পর্যন্ত স্থগিত রেখে প্রেসিডেন্ট হিসেবে যে দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন, তা নাকি শেষ দিকে খানিকটা এগিয়ে দেবে ওবামাকে৷ বিশ্লেষকদের অনেকে সেরকমই বলছেন!

এসিবি/ ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য