1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঐতিহাসিক শিল্পকর্ম সংরক্ষণে ন্যানো প্রযুক্তি

১৩ জুন ২০১৮

প্রাচীন ঐতিহাসিক শিল্পকর্ম সংরক্ষণ ও পুনরুদ্ধার একটা বড় চ্যালেঞ্জ৷ এক ইউরোপীয় প্রকল্পের আওতায় ইটালিতে বিজ্ঞানীরা ন্যানো প্রযুক্তি কাজে লাগিয়ে ক্ষতিগ্রস্ত ফ্রেস্কো থেকে শুরু করে অনেক শিল্পকর্ম পুনরুদ্ধার করছেন৷

https://p.dw.com/p/2zNx9
Italien, römische Fresken in der Villa der Mysterien, Pompeji die antike römische Stadt in der Nähe von Neapel, Kampanien
ছবি: picture-alliance

সময়ের সঙ্গে সঙ্গে সিলিং-এর ফ্রেস্কোর মানের অবনতি ঘটতে থাকে৷ কারণ যে প্লাস্টারের উপর আঁকা হয়েছে, সেটি ভঙ্গুর হয়ে ঝরে পড়ে৷ বিজ্ঞানীরা হাই-টেক উপকরণের মাধ্যমে সেই প্রবণতা রোখার চেষ্টা করছেন৷ রেস্টোরার হিসেবে ফাব্রিচো বান্ডিনি বলেন, ‘‘বয়সের কারণে এই ফ্রেস্কোর মারাত্মক ক্ষতি হয়েছে৷ তাছাড়া সেটিকে দেওয়াল থেকে সরিয়ে ফেলা হয়েছে৷ রংয়ের পাতলা স্তর অবশিষ্ট রয়েছে, প্রায় মলিন হয়ে গেছে৷ কিন্তু আমাদের ‘ন্যানো ক্যালশিয়াম'-এর মাধ্যমে পরিস্থিতি সামলে ছবির সবচেয়ে নাজুক অংশকে বাঁচাতে পারছি৷''

এক ইউরোপীয় গবেষণা প্রকল্পের আওতায় বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একযোগে কাজ করছেন৷ ক্যালশিয়াম হাইড্রক্সাইড নামের এক কম্পাউন্ডের ন্যানো কণা শিল্পকর্মের মধ্যে ঢুকে তার রাসায়নিক কাঠামো আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে৷ সেই প্রকল্পে এই পদ্ধতির যথাযথ প্রয়োগ নিয়ে পরীক্ষা চলছে৷ ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের পিয়েরো বালিওনি বলেন, ‘‘শিল্পী যে উপকরণ ব্যবহার করেছেন, আমরা ছবির মধ্যে তা হুবহু পুনরুদ্ধার করি৷''

ন্যানো কণার মাপে তারতম্য ঘটিয়ে বিজ্ঞানীরা দ্রবণেররাসায়নিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করেন৷ শিল্পকর্ম অনুযায়ী তা স্থির করা হয়৷ ন্যানো প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন বস্তু পরিষ্কারও করা সম্ভব৷ এমনকি ভঙ্গুর জল রংও পরিশোধন করা যায়৷ যেমন একটি জেল ব্যবহার করে ছবির ক্ষতি না করে ধুলা দূর করা যায়৷ পিয়েরো বলেন, ‘‘এই জেলের মধ্যে সামান্য পানি রয়েছে৷ পানি ছবির কতটা ভেতরে ঢুকবে, জেলের রাসায়নিক বৈশিষ্ট্য ও ছিদ্র নিয়ন্ত্রণ করে আমরা তা স্থির করতে পারি৷ ১০০, ২০০ অথবা আরও গভীর মাইক্রন স্থির করা যায়৷''

রেস্টোরেশন বাশিল্পকর্ম পুনরুদ্ধারের ওয়ার্কশপেএই জেল অত্যন্ত নাজুক শিল্পকর্মে প্রয়োগ করা হয়৷ যেমন বাইজেন্টাইন আমলে ত্রয়োদশ শতাব্দীর সোনার কাজ করা এক কাপড়৷ টেক্সটাইল রেস্টোরার সুসানা কন্টি বলেন, ‘‘এমন কাজের এটাই ভবিষ্যৎ বলে আমি মনে করি৷ কোনো শিল্পকর্মের জন্য এটা অনেক কম ক্ষতিকর৷''

বিজ্ঞানীদের আশা, ন্যানো উপকরণ রেস্টোরারদের হাতে কম মূল্যের শক্তিশালী সরঞ্জাম তুলে দেবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান