এশিয়ার প্রথম সমকামী বিয়ে
এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামীদের বিয়ের স্বীকৃতি দেয় তাইওয়ান৷ আইন কার্যকরের প্রথম দিনে বিয়ে করেই ঐতিহাসিক এ দিনটি উদযাপন করেছেন কয়েকশ সমকামী যুগল৷
নিতে চান প্রথম সুযোগটি
শুক্রবার থেকে তাইওয়ানে কার্যকর হলো সমকামী বিয়ে আইন৷ প্রথম দিনে বিয়ে করতে আগ্রহী ছিলেন অনেকেই৷ বার্তা সংস্থা এপি জানিয়েছে, রাজধানী তাইপের একটি বিবাহ নিবন্ধন কেন্দ্রে কয়েকশ’ সমকামী যুগল প্রথম দিন অর্থাৎ শুক্রবারই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন৷
ঐতিহাসিক রায়
প্রায় তিন দশকের লড়াইয়ের পর, গত সপ্তাহে বিয়ের আইনি স্বীকৃতি পায় তাইওয়ানের সমকামীরা৷ফলে এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামীদের বিয়ের স্বীকৃতি দিল দেশটি৷
নিবন্ধন করেছেন অনেকেই
আদালতের স্বীকৃতি পাওয়ার পরই দেশটির বিববাহ নিবন্ধন কার্যালয়ে ভিড় করতে থাকে সমকামী যুগলরা৷
তীব্র বিরোধিতা
সাংবিধানিক আদালত এ বিষয়ে প্রাসঙ্গিক আইন প্রণয়নের জন্য সরকারকে দুই বছর সময় দিয়েছিল৷ আদালতের রায়ের পর বিভিন্ন গোষ্ঠির চাপের মুখে গণভোটের আয়োজন করেছিল সরকার৷ এ সময় অনেককেই সমকামীদের বিয়ের ব্যাপারে বিরোধিতা করতে দেখা গেছে৷
সমর্থন ছিল অনেকেরই
এদিকে এক জরিপে দেখা গেছে, তাইওয়ানের জনগোষ্ঠির একটি বড় অংশ সমকামী বিয়েকে সমর্থন করছেন৷ তবে সমকামীদের বিয়ের বিষয়টি তাইওয়ানের সমাজে এক ধরণের বিভক্তি তৈরি করেছিল৷ গ্রামাঞ্চলের লোকজন ও বয়স্করা এ বিষয়টিকে ভালো চোখে দেখেননি৷
রয়েছে নিষেধাজ্ঞাও
বিয়ের অনুমতি দেওয়া হলেও সমকামীদেরকে সব ধরণের সামাজিক অধিকার নিশ্চিত করতে পারছে না আইনটি৷ অধিকার কর্মীরা বলছেন, আপাতাত আংশিক সুবিধা নিয়েই যাত্রা শুরু করতে চান তাঁরা৷ অন্যান্য সুবিধাগুলো সময়ের সাথে সাথে হয়তো দেয়া হবে এই প্রত্যাশা তাঁদের৷