1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এলভিস প্রেসলির বাড়ি দেখে স্বপ্ন সফল হলো পেনার

৮ জানুয়ারি ২০১১

মনে আছে তো চিলির খনিতে আটকে পড়া শ্রমিকদের কথা? ৬৯ দিন মাটির নীচে থাকার পরে যাদেরকে উদ্ধার করা হয়েছিল৷ তাদেরই একজন এডিসন পেনা৷ স্বপ্ন ছিল রক এন্ড রোল সম্রাট এলভিস প্রেসলির বাড়ি দেখার৷

https://p.dw.com/p/zv44
এলভিস প্রেসলি (ফাইল ফটো)ছবি: AP

টেনেসির মেমফিসে প্রেসলির বাড়ি ঘুরে দেখে সেই স্বপ্ন সফল হলো তাঁর৷ ব্যবসায়ী এবং পর্যটন সংস্থার ব্যয়ে তিনি ছয়দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করলেন৷ পূর্ণ করলেন নিজের স্বপ্ন৷ রক এন্ড রোলের কিংবদন্তি এলভিস প্রেসলির দারুণ ভক্ত পেনা৷ খনিতে আটকে থাকার সেই ভয়ংকর দিনগুলোতে পেনা গুনগুন করে প্রেসলির গান গাইতেন, প্রেসলির গানের মাধ্যমে চেষ্টা করতেন সহকর্মীদের উৎফুল্ল রাখতে৷

Flash-Galerie Marathon Chile Edison Pena
এডিসন পেনাছবি: AP

পেনা বলেন, ‘‘তাঁর গান আমার কাছে এমন এক বার্তা, যার মাধ্যমে আমি ঐ পরিস্থিতি থেকে বের হয়ে যেতে পারতাম৷ আমরা ছিলাম এক মৃত্যুপুরিতে৷ যেকোন সময়ই এমন পরিস্থিতি আসতে পারে৷''

রক এন্ড রোল সম্রাটের বাড়িতে পেনার সফর ছিল ব্যক্তিগত৷ পেনা এই সময়ে একটি মোবাইল ফোন দিয়ে ছবি তুলতে থাকেন৷ এক পর্যায়ে এই প্রেসলি ভক্ত সাংবাদিকদের সামনে তাঁর প্রিয় শিল্পীর কয়েকটি হিট গানের কয়েক লাইন করে গেয়ে শোনান৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা:আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য