1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এর্দোয়ানকে অভিনন্দন জানালেন ট্রাম্প

১৮ এপ্রিল ২০১৭

ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানকে টেলিফোন করে গণভোটে জেতার জন্য অভিনন্দন জানিয়েছেন৷ দৃশ্যত তাঁদের মধ্যে সিরিয়া এবং জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টে বা আইএস-এর বিরুদ্ধে সংগ্রাম নিয়েও কথা হয়েছে৷

https://p.dw.com/p/2bNSe
Türkei Referendum - Proteste
ছবি: picture alliance/AP Photo/E. Gurel

তুরস্কের সুপ্রিম ইলেকশন বোর্ড (ওয়াইএসকে) রবিবারের গণভোটের যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে, তা অনুযায়ী ‘‘হ্যাঁ'' শিবির পেয়েছে ৫১ দশমিক ৪১ শতাংশ ভোট৷

ইউরোপীয় ইউনিয়নের নেতৃবর্গ এর্দোয়ানের এই সংকীর্ণ জয় সম্পর্কে বিশেষ প্রতিক্রিয়া প্রদর্শন না করলেও, ট্রাম্প সোমবার নিজে টেলিফোন করে এর্দোয়ানকে অভিনন্দন জানিয়েছেন৷ অথচ ট্রাম্পের ফোনালাপের আগে ঐ সোমবারেই মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মার্ক টোনার তুরস্কের ভোটপর্ব সম্পর্কে ওএসসিই-র উদ্বেগের প্রতিধ্বনি করে ভোটের দিনে ‘‘পরিলক্ষিত অনিয়ম'' এবং ভোটের আগের প্রচারপর্বে সুযোগ-সুবিধায় বৈষম্যের কথা বলেছেন৷

আবার ঐ সোমবারেই ট্রাম্পের ফোন কলের আগে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার গণভোট সংক্রান্ত প্রশ্নটি এড়িয়ে যাবার চেষ্টা করেন ও শুধুমাত্র বলেন যে, মার্কিন সরকার একটি আন্তর্জাতিক কমিশনকে গণভোটের ফলাফল পর্যালোচনা করার সময় দিতে চায়৷ ‘‘ওদের ভোট আয়োজনের অধিকার আছে এবং ওদের জনগণ সেই ভোটে অংশগ্রহণ করেছে'', বলেন স্পাইসার৷ ‘‘আমরা ওদের শাসনপ্রণালী নিয়ে আলোচনা করার আগে কমিশনকে তাদের কাজ শেষ করতে দেওয়া উচিত৷''

Infografik Wahlergebnis Referendum Türkei ENG

ওবামার আমলে

এর্দোয়ানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের পূর্বসুরী বারাক ওবামার সম্পর্ক ধীরে ধীরে ভালো থেকে খারাপের দিকে যায়৷ গোড়ায় ওবামা এর্দোয়ানকে এক নতুন প্রজন্মের মুসলিম নেতাদের সম্ভাব্য প্রতিভূ হিসেবে গণ্য করছিলেন এবং তাঁর প্রেসিডেন্সির প্রথম বছরেই তুরস্ক যাত্রা করেন৷ ওবামার কর্মকালের গোড়ার দিকে উভয় নেতার মধ্যে ঘন ঘন কথাবার্তা হয়েছে৷

কিন্তু এর্দোয়ান যত কর্তৃত্ববাদের দিকে ঝোঁকেন, উভয়ের সম্পর্ক ততই মলিন হতে থাকে৷ গতবছর ওবামাকে বলতে শোনা যায় যে, তুরস্কে এমন সব প্রবণতা পরিলক্ষিত হচ্ছে, যেগুলি সম্পর্কে তিনি‘‘উদ্বিগ্ন'' – যেমন সংবাদপত্রের স্বাধীনতার উপর কড়া নিয়ন্ত্রণ৷

‘‘প্রেসিডেন্ট এর্দোয়ান যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাধ্যমে বারংবার নির্বাচিত হয়েছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই৷ কিন্তু ওরা পত্রপত্রিকার প্রতি যে মনোভাব নিয়েছেন, তা তুরস্ককে এমন একটি পথে নিয়ে যেতে পারে, যা বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে'', বলে মন্তব্য করেন বারাক ওবামা৷

লড়াকু এর্দোয়ান

আংকারার প্রেসিডেন্সিয়াল প্যালেসে প্রত্যাবর্তনের পর ক্রুদ্ধ এর্দোয়ানকে ওএসসিই-র সমালোচনা প্রত্যাখান করতে দেখা যায়৷ ‘‘নিজেদের জায়গা কোথায়, সেটা মনে রেখো'', ওএসসিই-র মনিটরদের উদ্দেশ্য করে বলেন এর্দোয়ান৷

এছাড়া তিনি তুরস্কের ইইউ-তে যোগদান সম্পর্কেও একটি গণভোট আয়োজনের কথা বলেন – মনে রাখা দরকার, তুরস্ক ১৯৫২ সাল যাবৎ ন্যাটোর সদস্য এবং অন্তত অর্ধশতাব্দী ধরে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদপ্রার্থী৷ মজার কথা এই যে, এর্দোয়ান যুগপৎ তুরস্কে মৃত্যুদণ্ড পুনরায় চালু করার কথা বলেছেন, যা ঘটলে তুরস্কের ইইউ-তে যোগদানের সম্ভাবনার সেখানেই অন্ত ঘটবে৷ সে ধরনের একটি পদক্ষেপ হবে তুরস্কের ‘‘ইউরোপীয় স্বপ্নের'' সমাপ্তি, বলে মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েল৷

এসি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য