1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এরিকের উদ্যোগে দুই মা,ভাইকে নিয়ে জাতীয় পার্টির ‘নতুন কমিটি'

১৪ জুলাই ২০২১

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে দলের নতুন কমিটি গঠনের ঘোষণা দিলেন ছেলে এরিক৷ এর মধ্য দিয়ে জাতীয় পার্টিতে আবার বাজলো ভাঙনের ঘণ্টা৷

https://p.dw.com/p/3wTSj
জাতীয় পার্টির ‘নতুন কমিটি' ছবি: Sabbir Ahmed

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ‘অবৈধ' দাবি করে শাহতা জারাব এরিক বলেন, "তার কাছ থেকে দলকে বাঁচাতে হবে৷ নতুন কমিটিতে আমার মা রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান হিসেবে এবং কো-চেয়ারম্যান হিসেবে আরেক মা বিদিশা এরশাদ ও ভাই রহগীর আল মাহি সাদ ওরফে সাদ এরশাদের নাম এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদের নাম ঘোষণা করছি৷''

বুধবার রাজধানীর বারিধারায় এরশাদের বাড়ি প্রেসিডেন্ট পার্কে তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে বিদিশার ছেলে এরিক এই নতুন কমিটির ঘোষণা দেন৷

অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে রওশন এরশাদের নাম লেখা থাকলেও তিনি সেখানে ছিলেন না৷

এরিক বলেন, "আমার বাবা যখন অসুস্থ, তখন রাতে আমার বাবাকে জিম্মি করে আমার চাচা জিএম কাদের দলের চেয়ারম্যান পদ লিখিয়ে নিয়েছেন৷ জাতীয় পার্টি আজ ধ্বংসের মুখে৷ তিনি অবৈধভাবে চেয়ারম্যান পদটি নিয়েছেন, আমরা তাকে মানি না৷''

এর প্রতিক্রিয়ায় এরশাদের ছোট ভাই জিএম কাদের বলেছেন, "রাজনৈতিক দল করার অধিকার সবারই আছে, তবে একসাথে দুটি দল করা যায় না, আর নির্বাচন কমিশন থেকে দলের নিবন্ধনও নিতে হয়৷ কে, কাকে, কী ঘোষণা দিয়েছে তা জানি না৷ যে কেউ যে কোনো ঘোষণা দিতে পারে৷''

এরশাদের মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে রওশন উপস্থিত না থাকলেও তার ছেলে সাদ ছিলেন, উপস্থিত ছিলেন এরিকের মা বিদিশাও৷ জাতীয় পার্টিকে ‘জঞ্জালমুক্ত' করতে চান মন্তব্য করে সাদ এরশাদ বলেন, "বেশি পলিটিক্যাল কথা বলতে আসিনি৷ আজ আমার আব্বার মৃত্যুবার্ষিকী৷ সবাই আমাদের দলের প্রতিষ্ঠার জন্য দোয়া করবেন৷ আমার আম্মা বিরোধীদলীয় নেতা, উনার বয়স হয়েছে৷ উনার জন্য দোয়া করবেন৷ আজকে তিনি আসতে পারেননি৷''

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য