1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার লন্ডনের মাদাম টুসো-তে ঋত্বিক রোশন

২১ জানুয়ারি ২০১১

বলিউড হার্টথ্রব ঋত্বিক রোশনের মোমের তৈরি মূর্তি বৃহস্পতিবার উন্মোচিত করা হয়েছে লন্ডনের বিশ্বখ্যাত মাদাম টুসো জাদুঘরে৷ ঋত্বিক রোশন হলেন পঞ্চম বলিউড স্টার যিনি টুসোর জাদুঘরে স্থান পেলেন৷

https://p.dw.com/p/100IT
ঋত্বিক রোশনছবি: UNI

মূর্তি উন্মোচনের পরে ৩৭ বছর বয়সি এই অভিনেতা বলেন, আমার মূর্তি দেখে আমি নিজে আশ্চর্য হয়েছি৷ বলিউড স্টারদের মধ্যে আর যাঁরা মাদাম টুসোর জাদুঘরে স্থান পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সলমান খান৷

মুর্তি উন্মোচনের সময় ঋত্বিকের সঙ্গে ছিলেন, তার বাবা রাকেশ রোশন, মা পিঙ্কি, দাদা জে ওম প্রকাশ স্ত্রী সুজান এবং তাদের দুই ছেলে৷ তিনি এই সম্মান তার পরিবারকে উৎসর্গ করেন৷ ঋত্বিক বলেন, ‘‘এই চমৎকার মুহূর্তটি আমি আমার পুরো পরিবারের সঙ্গে ভাগ করতে পারায় আমি অভিভূত৷ মোমের মূর্তির চেয়ে এই সবকিছু আমার পরিবার দেখতে পেলো এই আবেগঘন মুহূর্তটি আমার কাছে অনেক বড়৷'' বলিউড হার্টথ্রব বলেন, ‘‘আমি আমার বাবা-মা,দাদা-দাদি, বোন এবং স্ত্রীর কাছ থেকে যা পেয়েছি, তারই উপহার৷ আজ আমি যা তা তাদেরই অবদান৷ আর তাই এই সম্মান আমি আমার পরিবারকেই উৎসর্গ করছি৷'' বলিউড স্টার বলেন, তিনি প্রথম মাদাম টুসোর জাদুঘর দেখেন যখন তিনি শিশু ছিলেন৷ তিনি বলেন, ‘‘আমার বয়স যখন নয় বছর তখন আমি ছুটিতে লন্ডনে আসি৷ এবং আমার দাদার সঙ্গে মাদাম টুসোর জাদুঘর দেখতে যাই৷ ৪৫ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকতে হয় আমাদের৷ আমি চরম উৎসাহে অধৈর্য্য হয়ে পড়েছিলাম৷ তবে আমার দাদা ধৈর্য্য ধরে অপেক্ষা করেছিলেন৷'' ঋত্বিক রোশন বলেন, ‘‘আমি দাদাকে বলেছিলাম আজ আমরা না হয় ফিরে যায়, পরের দিন আবার আসবো, কিন্তু তিনি আমাকে বলেছিলেন জাদুঘরে ঢুকা পর্যন্ত তিনি অপেক্ষা করবেন৷ আমার ছোট বেলার সেই উৎসাহ আজ তিনি বোধ করছেন বলেই আমার মনে হয়৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী