1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চারটি নিউজ পোর্টাল মুক্ত, বাকি ৫৪টি বন্ধ 

ফাতেমা আবেদীন
১১ ডিসেম্বর ২০১৮

৫৮টি নিউজ পোর্টাল বন্ধের ৪৮ ঘণ্টার মধ্যে তৃতীয় দফা নির্দেশনায় আবার ৫৪টি বন্ধ রাখা হয়েছে ৪টি খুলে দেওয়ার মাধ্যমে৷ খুলে দেওয়া চার নিউজ পোর্টাল হচ্ছে ঢাকা টাইমস২৪, প্রিয় ডটকম, রাইজিং বিডি ও পরির্বতন ডটকম৷ 

https://p.dw.com/p/39rkO
Symbolbild Datenschutz
ছবি: Schlierner - Fotolia.com

৫৮টি নিউজ পোর্টাল বন্ধের ৪৮ ঘণ্টার মধ্যে তৃতীয় দফা নির্দেশনায় আবার ৫৪টি বন্ধ রাখা হয়েছে ৪টি খুলে দেওয়ার মাধ্যমে৷ খুলে দেওয়া চার নিউজ পোর্টাল হচ্ছে ঢাকা টাইমস২৪, প্রিয় ডটকম, রাইজিং বিডি ও পরির্বতন ডটকম৷ 
সোমবার (১০ ডিসেম্বর) রাতে বিটিআরসি থেকে এই নির্দেশ দেওয়া হয়৷ এর আগে রবিবার (৯ আগস্ট) রাতে উল্লিখিত চারটিসহ ৫৮টি ওয়েবসাইট ও লিংক বন্ধের নির্দেশ দিয়েছিল বিটিআরসি৷ সোমবার (১০ ডিসেম্বর) সকাল থেকে পোর্টালগুলো বন্ধের প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ৷ এরপর ওইদিন সন্ধ্যায় সবগুলো সাইট ফের চালুর নির্দেশ দেওয়া হয়৷ পরে সোমবার রাতেই আসে তৃতীয় নির্দেশনা৷
বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন খান এ প্রসঙ্গে বলেন,  ‘‘নতুন করে ৫৪টি বন্ধের নির্দেশ দেওয়া হয়নি৷ আমরা একসঙ্গে ৫৮টি ব্লক করেছিলাম৷ এর মধ্যে ৪টি নিউজ পোর্টাল পড়ে গিয়েছিল, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না৷ কিছু কারিগরি বিষয়ের কারণে এমনটি হয়েছে৷ যেহেতু একসঙ্গে ব্লক করা হয়েছে, ইচ্ছা করলেই আলাদা করে খুলে দেওয়া যায় না৷ যে চারটি খুলে দেওয়া হয়েছে সেগুলো খোলার জন্য ৫৮টিকে একসঙ্গে খুলতে হয়েছে এবং পরে ঝুঁকিপূর্ণ বাকিগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে৷’’ 
যে ৫৪টি ওয়েবসাইট বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে, সেসব সাইট ও লিংক  প্রসঙ্গে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি৷
কী ধরনের অভিযোগে এই সাইটগুলো বন্ধ করা হলো সে প্রসঙ্গে তিনি বলেন, যাঁরা গণমাধ্যম নিয়ন্ত্রণ বা পর্যবেক্ষণ করেন, তাঁদের অভিযোগের ভিত্তিতেই এগুলো বন্ধ করা হয়েছে৷ এগুলো ঝুঁকিপূর্ণ- এমন অভিযোগ থেকেই বিটিআরসি কারিগরি সহায়তা প্রদান করেছে৷ সেই প্রেক্ষিতে সাইটগুলো বন্ধের নির্দেশনা পাঠানো হয়৷
উল্লেখ্য, বন্ধের নির্দেশ দেওয়া ৫৪টি নিউজ পোর্টাল হচ্ছে: বিডিপলিটিকো ডট কম, পেজনিউজ২৪ ডট কম, রিপোর্টবিডি২৪ ডট কম, রেয়ারনিউজ২৪ ডট কম, বিএনপিনিউজ২৪ ডট কম, প্রথমবাংলাদেশ ডট নেট, ডেইলিআমারদেশ ডট এক্সওয়াইজেড, ডিএনএন ডট নিউজ, রাজনীতি২৪ ডট কম, আরবিএন২৪ ডট কো ডট ইউকে, সংবাদ২৪৭ ডট কম, দেশভাবনা ডট কম, আমারদেশ২৪৭ ডট কম, অ্যানালাইসিসবিডি ডট কম, আওয়াজবিডি ডট কম, বদরুল ডট ওআরজি, বিএনপিঅনলাইনউইং ডট কম, বিএনপিবাংলাদেশ ডট কম, ইএন- বিএনপিবাংলাদেশ ডট কম, বাংলামেইল৭১ ডট ইনফো, এটিভি২৪বিডি ডট কম, বাংলাস্ট্যাটাস ডট কম, বিবাড়িয়ানিউজ২৪ ডট কম, শীর্ষনিউজ২৪ ডট কম, শিবির ডট ওআরজি ডট বিডি, নিউজ২১-বিডি ডট কম, ওয়াননিউজবিডি ডট নেট, নিউজবিডি৭১ ডট কম, জাস্টনিউজবিডি ডট কম, এক্সপ্রেসনিউজবিডি ডট কম, ডেইলিবিডিটাইমস ডট কম, ময়মনসিংহনিউজ২৪ ডট কম, মূলধারাবিডি ডট কম, সিএনএনবিডি২৪ ডট কম, ডেইলিমিরর২৪ ডট কম, দেশনেত্রীসাইবারফোরাম ডট কম, আলাপন ডট লাইভ, দিগন্ত ডট নেট, মোরালনিউজ২৪ ডট কম, পত্রিকা ডট কম, দাওয়াহিলাল্লাহ ডট কম, আলেহসার২ ডট ওয়ার্ডপ্রেস ডট কম, আলজামাহওয়ান ডট ওয়ার্ডপ্রেস ডট কম, বাংলাদারুসুল কুরআন ডট ওয়ার্ডপ্রেস ডট কম, গাজওয়াহ ডট নেট, জঙ্গিমিডিয়া ওয়ার্ডপ্রেস ডট কম, মাক্তাবাতুলইসলামিয়াবিডি ওয়ার্ডপ্রেস ডট কম, মাইকুরআনস্টাডিওয়ানআইয়াহাডে ডট কম, সুহাদারকাফেলা ওয়ার্ডপ্রেস ডট কম, ডিফেন্সআপডেটবাংলাদেশ ডট ওয়ার্ডপ্রেস ডট কম, ডিইএফবিডি ডট কম, বাংলাদেশডিফেন্স ডট ব্লগস্পট ডট কম৷

‘‘বাকস্বাধীনতার প্রসঙ্গটি নানাভাবে আসে’’

Fatema Abedin, Intern, DW Bangla section.
ফাতেমা আবেদীন বাংলাদেশের উদ্যোক্তা ও সাংবাদিক
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান