1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এফসি শালকে

২০ আগস্ট ২০১০

বুন্ডেসলিগায় গতবারের রানার্স আপ দল শালকে৷ পুরো নাম এফসি শালকে ফোর৷ ১৯০৪ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি এক সময় জার্মানির ফুটবলে দোর্দন্ড প্রতাপের সঙ্গে খেলেছে৷ কিন্তু এরপর দলটি ক্রমশই পিছিয়ে যায়৷

https://p.dw.com/p/OsC6
FC Schalke
শালকের লোগো

তবে বিগত বছরগুলোতে তারা আবারও তাদের পুরনো দিনগুলো ফিরিয়ে আনার চেষ্টা করেছে৷ গত বছর ক্লাবটি দারুণ পারফরমেন্স দেখিয়েছে৷ যদিও শেষ পর্যন্ত লিগ রানার্সআপ হয়েই থাকতে হয় তাদের৷ তারওপর সুপারকাপেও ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে তাদের হারতে হয়৷

তবে এবার লিগ শিরোপা জয়ের টার্গেট নিয়েই মাঠে নামছে সাদা নীলরা৷ তাদের এই আশাতে এবার নতুন হাওয়া দিয়েছেন স্পেনের রিয়াল মাদ্রিদের ঘরের ছেলে রাউল গঞ্জালেস৷ এবার বুন্ডেসলিগাতে শালকে হয়ে খেলবেন এই স্প্যানিশ তারকা৷ তার ওপর গোলপোস্টে ভরসা হয়ে আছেন জাতীয় দলের গোলরক্ষক মানুয়েল নয়ার৷

সম্ভাব্য মূল একাদশ : গোলরক্ষক - মানুয়েল নয়ার, রক্ষণভাগ - ক্রিস্টিয়ান পান্ডার, ক্রিস্টিয়ান মেট্জেল্ডার, বেনেডিক্ট হোয়েডেস ও আতসুতো উচিদা, মধ্যমাঠ - পিয়ার ক্লুগে, জেরমাইন জোন্স, লুকাস স্মিট্জ, আক্রমণভাগ - ইভান রাকিটিচ, রাউল গঞ্জালেস, জেফারসন অগাস্টিন ফারফান৷

তারকা খেলোয়াড় : মানুয়েল নয়ার, রাউল গঞ্জালেস৷

সম্ভাব্য ফর্মেশন : ৪-৩-৩

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ