এপারের উৎসবে শরিক ওপার
উৎসবের সাজে সেজে উঠছে কলকাতা৷ বসেছে হরেক রকমের মেলা৷ এবার তাতে সামিল হলেন ওপার বাংলার মানুষেরাও৷ তাঁদের নানা সামগ্রীতে রঙিন হয়ে উঠেছিল বাংলাদেশ মেলা৷ সদ্য এই মেলা হয়ে গেল কলেজ স্ট্রিটে৷
একান্ত আগ্রহের
বাংলাদেশের শিল্প ও পণ্যসামগ্রী নিয়ে কৌতূহল সারা বিশ্বের! শহর কলকাতাও তার উর্ধে নয়৷ কলেজ স্ট্রিটে আয়োজিত এই মেলা ঘিরে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো৷
ঐতিহ্যে খাদি
একুশ শতকে ক্রমশ জনপ্রিয় হচ্ছে খাদির পোশাক৷ কুমিল্লার মহম্মদউল্লার স্টলে ছিল খাঁটি খাদি বস্ত্র সামগ্রীর পসরা৷ বাংলাদেশের ঐতিহ্যবাহী খাদির পাঞ্জাবি, লুঙ্গি, গামছা এপারের নজর কেড়েছে বৈকি!
দৈনন্দিনতার অঙ্গ
দৈনন্দিনতায় বাঙালির বড় প্রয়োজনীয় বিছানার চাদর৷ ওপার বাংলার ঢাকা, কুষ্টিয়া, কুমারখালি থেকে আসা বিছানার চাদর ঘিরে এপার বাংলাতেও যথেষ্ট আগ্রহ দেখা গিয়েছিল৷
জুতা আবিষ্কার!
ক্ষতিকারক প্লাস্টিককে রুখতে পাট-ই আমাদের মূল ভরসা৷ মেলায় পাটের তৈরি হরেক দ্রব্যের সম্ভারে চমক ছিল জুতো৷ ঢাকার সোহেল রানার ‘জুটেস্কো’ নানারকম ব্যাগের পাশাপাশি তৈরি করে এই জুতো৷
গৃহিণীর নজর
মহিলাদের অনেকেরই নজর ছিল গৃহসজ্জার উপকরণের দিকে৷ ময়মনসিংহের লাইজু আক্তারের কুশন কভার বা গৃহসজ্জার নানা উপকরণে গৃহিণীরা বেশ মজে ছিলেন৷
মসলিনের দেশ
বস্ত্রশিল্পে বাংলাদেশের খ্যাতি বিশ্বজোড়া৷ বিভিন্ন দেশে রপ্তানি হয়৷ এমন নজরকাড়া সামগ্রীর কদর তো হবেই!
শিল্প বটে!
রাঙামাটি এবং খাগড়াছড়ি এলাকার উপজাতি সম্প্রদায়ের মানুষেরা তৈরি করেন সুদৃশ্য ছাতা, ব্যাগ, পাখা৷ বাঁশের তৈরি এমন ইকো-ফ্রেন্ডলি ছাতা রীতিমতো যে কোনো বহুজাতিক সংস্থাকে চমকে দিতে পারে৷
স্বনির্ভরতার পথে
বাংলাদেশের ক্ষুদ্র শিল্পোদ্যোগীদের মধ্যে ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছেন মহিলারা৷ ক্রমশ তাঁরা স্বনির্ভর হয়ে উঠছেন৷ তেমনই একজন চাঁদপুরের সনজিদা খানম৷ তিনি তাঁর নিজস্ব উদ্যোগের পসরা নিয়ে এসেছিলেন কলকাতায়৷
কেবলই উঁকি
মেলার উদ্দেশ্য নিজের সামগ্রী জনতার সামনে তুলে ধরা, নিছক বিক্রি নয়৷ তাই অজস্র ক্রেতা উঁকি দেন স্টলে স্টলে৷ একাংশ কেনাকাটা করেন৷ বাংলাদেশের পণ্যেও ব্যতিক্রম হয়নি উঁকিঝুঁকির৷
শাড়ি নজরকাড়া
ঢাকাই জামদানির বিশ্বজোড়া নাম! কুমিল্লার পারভিন আক্তারের জামদানি পুজোর বাজারে হটকেকের মতো সেল হওয়ারই জিনিস! ভারতীয় মুদ্রায় তিন হাজার টাকা থেকে এর দাম শুরু৷ নিজস্ব তাঁতি দিয়ে তৈরি ঢাকাই জামদানির পাশে ছিল ফেব্রিক ও অ্যাপ্লিকের নজরকাড়া শাড়ি৷