1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এনডেভারের মহাকাশ যাত্রা আবার স্থগিত

১৭ জুন ২০০৯

নভোখেয়াযান এনডেভারের উৎক্ষেপণ প্রস্তুতির সময় বিপজ্জনক হাইড্রোজেন গ্যাস বেরিয়ে পড়ায় বুধবার এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো এর মহাকাশযাত্রা স্থগিত করে নাসা৷

https://p.dw.com/p/IRjr
ছবি: AP

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে একটি 'নির্মাণ মিশনে' পাঠানো হচ্ছিল খেয়াযানটিকে৷

একইরকম সমস্যার কারণে শনিবার প্রথমবার এনডেভারের যাত্রা বাতিল করে বুধবার উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়া হচ্ছিল৷ প্রকৌশলীরা হাইড্রোজেন নির্গত হওয়া বন্ধ করতে যানটির হাইড্রোজেন ভরার লাইনের ঢাকনা বদলে ফেলেছিল৷

নাসার কর্মকর্তারা জানিয়েছেন, ত্রুটি সারিয়ে তারা ১১ জুলাই একে মহাকাশে পাঠানোর চেষ্টা করবেন৷

বারান্দার মতো একটি অংশ (পোর্চ) আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সংযুক্ত করার জন্য ১৬ দিনের অভিযান ঠিক করা ছিল এনডেভারের৷

গ্যাসনির্গত হওয়ায় এনডেভারের বিপদ ঘটতে পারতো৷ গত শনিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপণের জন্য প্রকৌশলীরা যানটিতে পাঁচ লাখ গ্যালন তরল হাইড্রোজেন ও তরল অক্সিজেন ভরার সময় ত্রুটিটি প্রথম ধরা পড়ে৷

গত মার্চে নভোখেয়া ডিসকাভারির উৎক্ষেপণ প্রস্তুতির সময়ও একইরকম সমস্যা দেখা দিয়েছিল৷ জ্বালানি ট্যাংক থেকে হাইড্রোজেন বের করার লাইনে সমস্যা ধরা পড়ার পর যন্ত্রপাতি বদলে চারদিন পর সেটি উৎক্ষেপণ করা হয়৷

প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক