একদিনের ক্রিকেটে রেকর্ড গড়লেন জগদীশন
২১ নভেম্বর ২০২২বিজ্ঞাপন
ভারতের একদিনের ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সেখানেই অরুণাচলের বিরুদ্ধে ম্যাচে এক ইনিংসে ১৪১ বলে ২৭৭ রান করেছেন তামিলনাড়ুর ছেলে নারায়ণ জগদীশন৷ বিশ্বের সমস্ত আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি৷
ইনিংসে ২৫টি চার এবং ১৫টি ছয় মেরেছেন জগদীশন৷ একাই বিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়েছেন৷ এর আগে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন এডি ব্রাউন৷ ২০০২ সালে গ্লামোরগনের বিরুদ্ধে ১৬০ বলে ২৬৮ রান করেছিলেন তিনি৷ তিন নম্বরে ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা৷ ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭৩ বলে ২৬৪ রান করেছিলেন রোহিত৷ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এাই এখন রেকর্ড৷ তবে ঘরোয়া ক্রিকেটে সবার উপরে এখন জগদীশন৷
এসজি/জিএইচ (পিটিআই)