এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: নূরুল কবীর
৭ জুলাই ২০২৩আর সংবিধান অনুসারে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা থাকলেও নানা আলোচনাও চলছে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল৷
আসছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশোতে এমন মন্তব্য এই দুই সাংবাদিকের৷
চলতি সপ্তাহের আলোচনায় দলীয় সরকারের অধীনে নির্বাচন, দেশি-বিদেশি গণমাধ্যমের ভুমিকা এবং স্থানীয় পর্যায়ে মাঠ প্রশাসনের প্রভাব গুরুত্ব পেয়েছে৷
দলীয় সরকার ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না এই প্রশ্নের উত্তরে নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর বলেন, ‘‘২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের পর পৃথিবীর কোন লোকই ভাববে না এই সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব৷''
তার মতে, ২০১৪ সালের নির্বাচনে ১৫৩ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যা সমগ্র নির্বাচনটিকেই প্রশ্নবিদ্ধ করে৷ শুধু সাংবাদিক এবং নাগরিকেরা চাইলেই নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়, সরকারের স্বদিচ্ছাও জরুরি৷
আলোচনায় সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘‘বাংলাদেশের সংবিধান অনুসারে দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে৷’’
তিনি মনে করেন বাংলাদেশের কোন নির্বাচনই প্রশ্নহীন ছিলো না৷ দলীয় সরকার চাইলে অবশ্যই নিরপেক্ষ নির্বাচন সম্ভব৷
নির্বাচন কে সামনে রেখে বিদেশি শক্তির কোন চাপ আছে কি না এমন প্রশ্নের উত্তরে নুরুল কবীর বলেন, ‘‘আমি কোন চাপ দেখছি না৷ বিদেশি গণমাধ্যম এবং উন্নয়ন সহযোগী রাষ্ট্ররা যা বলছে, তা হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন৷ যা খুবই স্বাভাবিক চাওয়া৷’’
এসএইচ/আরআর