‘মানুষের জয়’
২ এপ্রিল ২০১২উপনির্বাচনে ৪৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নোবেলজয়ী নেত্রী অং সান সু চি-র দল এনএলডি৷ বিজয়ের প্রত্যাশায় দল এবং দেশ, দুই-ই উদ্বুদ্ধ৷ সমর্থকদের বিপুল মাত্রায় দেখা যাচ্ছে সু চি-র সমর্থনে এগিয়ে আসতে৷ ইয়াঙ্গনে এনএলডি-র সমর্থকরা তো বটেই, খোদ দলের পক্ষ থেকেও বলা হয়েছে, সু চি স্বয়ং কাহমু কেন্দ্র থেকে অতি সহজেই জিতে গেছেন৷ বাকি আসনগুলির অধিকাংশতে বিজয়ের খবর স্রেফ সময়ের অপেক্ষা মাত্র৷
সময়ের অপেক্ষা কিনা, তা সময় বলবে৷ চলতি সপ্তাহের শেষ দিকে এই নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল আশা করা যাচ্ছে৷ সে পর্যন্ত প্রতীক্ষা করতেই হবে৷ এখন সু চি বলেছেন, এই মুহূর্তে প্রয়োজন অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে বোঝাপড়া এবং আলোচনা৷ তাদের সঙ্গে সঠিক বোঝাপড়া থাকলে রাজনৈতিক সমীকরণ বজায় রাখা সম্ভবপর হবে বলে বিশ্বাস এই নোবেলজয়ী গণতন্ত্রপন্থী নেত্রীর৷ যাঁকে বহু বছর গৃহবন্দি করে রেখেছিল মিয়ানমারে সরকারিভাবে ২০১০ সালের নভেম্বর পর্যন্ত ক্ষমতাসীন থাকা সামরিক জান্তা সরকার৷
মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গনে এনএলডি দলের সদর দপ্তরের সামনে সু চি একটি ভাষণ দিয়েছেন এই নির্বাচনের সম্ভাব্য বিজয়ের দিকে তাকিয়ে৷ সেখানে কয়েক হাজার এনএলডি সমর্থকের বিজয় উৎসব শুরু করে দিয়েছে৷ সু চি-র বক্তব্য, এই নির্বাচনের ফলাফল আগামী ভবিষ্যতের উজ্জ্বল ইঙ্গিত৷ এই সাফল্য মানুষের বিজয়কে সূচিত করেছে৷ সামনে এখন অনেক কাজ৷ আর সেসব করে ফেলতে হবে সময়মত৷ তবে, সু চি বা তাঁর দল নির্বাচনে বিজয়ের প্রত্যাশা জানালেও, নির্বাচন কমিশন এ পর্যন্ত ফলাফল নিয়ে কোনরকমের বিবৃতিই দেয়নি৷
প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়/ এএফপি, রয়টার্স
সম্পাদনা: দেবারতি গুহ