1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘এই দেশে সবাই সমান’

২৩ অক্টোবর ২০২০

সবার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমেই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকতে পারে৷ এজন্য চিন্তার বিকাশ ও সাংস্কৃতিক বোধোদয়ও জরুরি৷ ডয়চে ভেলে বাংলার সাপ্তাহিক টকশোতে এমনই মত তুলে ধরেছেন দুই আলোচক৷

https://p.dw.com/p/3kMWm
Bangladesch Talkshow Gäste in der "In der Talkshow "Khaled Muhiuddin fragt" Arif Jebtik und Mufti Faizullah
ছবি: DW

‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ সাপ্তাহিক ইউটিউব টকশোতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এবং অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক৷

অনুষ্ঠানের দুই আলোচকই গোটা পর্বজুড়ে জোর দেন সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির ওপর৷ এ বিষয়ে মুফতি ফয়জুল্লাহ বলেন যে, শান্তির পথ আসলে ইসলামেই রয়েছে৷ তাঁর মতে, ইসলাম উদার ও মধ্যপন্থি একটি ধর্ম হওয়ায় সব ধর্মাবলম্বীদের সমান অধিকার রয়েছে নিজ নিজ ধর্ম পালন করার৷ তিনি আরো বলেন, বাংলাদেশের একজন মুসলমান এবং বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক অন্য কারো বিশ্বাসে আঘাত করতে পারেন না৷ একজন মুসলমান আইন নিজের হাতে তুলে নিতে পারে না বলেও উল্লেখ করেন তিনি৷

অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিকের মতামত, সাম্প্রদায়িক আচরণ শুধু বাংলাদেশে ঘটা কোনো বিচ্ছিন্ন বাস্তবতা নয়, এর বৈশ্বিক প্রকাশ ভারত থেকে প্যারিস সর্বত্র দেখা যাচ্ছে৷ বলেন, বর্তমান বাংলাদেশে যে ধরনের অসহিষ্ণুতা দেখা যাচ্ছে, তার অনেকটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷ অনেকেই অন্য বিশ্বাসে বিশ্বাসীদের অপ্রয়োজনীয় আঘাত করে চলেন বলে উল্লেখ করেন তিনি৷ এই সমস্যাকে মোকাবিলা ও বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াতে আরিফ জেবতিক সুস্থ ‘সামাজিক স্পেস’ তৈরির ওপর জোর দেন৷ একই প্রসঙ্গে সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধির কথাও বলেন তিনি৷

মুফতি ফয়জুল্লাহর মতে, দেশের সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মাবলম্বীরা সংখ্যালঘুদের যথেষ্ট আদরযত্নে রেখেছে৷ অন্যদিকে আরিফ জেবতিক মনে করান, দেশ আসলে সবার এবং সব ধর্ম নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে নিজের বিশ্বাস চর্চা করার৷

অনুষ্ঠানে দুই আলোচকই বারবার অন্যধর্মের প্রতি সম্মান প্রদর্শন, সহিষ্ণুতা ও শান্তির ওপর জোর দেন৷ ইসলামী ঐক্যজোট নেতা  বলেন ইসলামপ্রদর্শিত শান্তির পথের কথা, অন্যদিকে অনলাইন অ্যাক্টিভিস্টের মুখে উঠে আসে চিন্তার বিকাশ ও সাংস্কৃতিক বোধোদয়ের কথা৷ গালিগালাজ ও ইচ্ছাকৃতভাবে অপরপক্ষের অনুভূতিতে আঘাত করা থেকে একটি শ্রেণীকে বিরত থাকার আহ্বানও জানান দুই আলোচক৷

এসএস/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য