1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরিয়ায় দক্ষিণের প্রতিনিধি দল

২৬ ডিসেম্বর ২০১১

উত্তর কোরীয় নেতা কিম জং ইলের মৃত্যুর পর তাঁর মনোনীত উত্তরসূরি হিসেবে একে একে সবগুলো দপ্তরের শীর্ষ পদে আসীন হচ্ছেন কিম জং উন৷ এদিকে, ইলের প্রতি শ্রদ্ধা জানাতে উত্তরে গেছেন দক্ষিণের প্রতিনিধি দল৷

https://p.dw.com/p/13ZPw
In this Friday, Dec. 23, 2011 photo released by the Korean Central News Agency and distributed in Tokyo, Monday, Dec. 26, 2011 by the Korea News Service, Kim Jong Un, right, late North Korean leader Kim Jong Il's youngest known son and successor, visits Kumsusan Memorial Palace in Pyongyang, North Korea, to pay respect to his father. Accompanying him at left is Kim Yong Nam, president of the Presidium of North Korea's Supreme People's Assembly. (Foto:Korean Central News Agency via Korea News Service/AP/dapd) JAPAN OUT UNTIL 14 DAYS AFTER THE DAY OF TRANSMISSION
কিম জং উনছবি: dapd

ক্ষমতায় আসীন হওয়ার পথে ইতিবাচক অগ্রগতি কিম জং উনের

প্রায় সতেরো বছর ধরে দেশটির ক্ষমতায় ছিলেন প্রয়াত নেতা কিম জং ইল৷ গত ১৭ই ডিসেম্বর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন৷ তবে সেই খবর প্রকাশ করা হয় তাঁর মৃত্যুর দুই দিন পর৷ আর তাঁর শেষকৃত্যানুষ্ঠান হবে আগামী বুধবার৷ বৃহস্পতিবার আয়োজন করা হয়েছে রাষ্ট্রীয় স্মরণ সভা৷ এর মধ্যেই মৃত্যুর আগে জানানো ইলের ইচ্ছা অনুসারে ঘোষণা করা হয় যে, তাঁর কনিষ্ঠতম পুত্র কিম জং উন পরবর্তী নেতা হিসেবে দেশের হাল ধরবেন৷ প্রয়াত নেতার নির্দেশ অনুসারে মূলত ওয়ার্কার্স পার্টি, কোরিয়ান পিপলস আর্মি এবং ন্যাশনাল ডিফেন্স কমিশনের শীর্ষ পদে আসীন হওয়ার কথা কিম জং উনের৷ ইতিমধ্যে প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা তাঁর আনুগত্য মেনে নিয়েছেন৷ আর সোমবার তাঁকে স্বীকৃতি দেওয়া হলো ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পরিষদের প্রধান হিসেবে৷ ফলে পিতার ইচ্ছা অনুসারে পুত্র উন দেশটির ক্ষমতায় আসীন হওয়ার জন্য প্রয়োজনীয় সঠিক পন্থায় এগুচ্ছে আনুষ্ঠানিকতার প্রক্রিয়া৷

উত্তরে দক্ষিণের প্রতিনিধি দল

এদিকে, কিম জং ইলের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী পিয়ংইয়ং গেছেন দক্ষিণের একটি প্রতিনিধি দল৷ একদিন আগে উত্তরের কড়া সমালোচনার প্রেক্ষিতেই দক্ষিণের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে৷ কারণ উত্তর থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, উত্তরের প্রয়াত নেতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনে কিছুই করছে না দক্ষিণ৷ আর এ অবস্থার পরিবর্তন না হলে তার জন্য ‘উপযুক্ত জবাব' পাবে তারা৷ ফলে সোমবার দক্ষিণের সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জুং এর স্ত্রী ৮৯ বছর বয়সি লি হি হু এবং হুন্দাই গ্রুপের প্রধান হুন জুং ইয়ুন উত্তরের রাজধানী পিয়ংইয়ং পৌঁছেন৷ তাঁরা ইলের উত্তরসূরি কিম জং উন'সহ উত্তরের নেতৃবৃন্দের সাথেও বৈঠক করেছেন বলে জানিয়েছে দক্ষিণের পুনরেকত্রীকরণ বিষয়ক মন্ত্রণালয়৷

চীনে ইলের বড় পুত্র কিম জং নাম

অন্যদিকে, ইলের কনিষ্ঠ পুত্র কিম জং উন দেশটির সকল পর্যায়ে নেতৃত্ব দেওয়া শুরু করলেও ইলের বড় ছেলে কিম জং নাম এখনও দেশের বাইরে৷ মূলত ভুয়া পাসপোর্ট নিয়ে জাপানে প্রবেশের চেষ্টা করতে গিয়ে ধরা পড়ার পর থেকেই পিতা ইলের বিরাগ ভাজন তিনি৷ সোমবার তিনি চীনের রাজধানী বেইজিং পৌঁছান বলে বার্তা সংস্থাগুলো জানিয়েছে৷ এমনকি তিনি পিতার অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবেন কিনা সেটিও এখনও নিশ্চিত নয়৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারিত গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য