1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উইম্বল্ডন টেনিসের মহিলা এককে তৃতীয়বারের মত শিরোপা জিতলেন সেরেনা

৪ জুলাই ২০০৯

শনিবার লন্ডনে মহিলাদের উইম্বল্ডন টেনিসের একক ফাইনালে বড় বোন ভেনাস উইলিয়ামসকে ৭-৬, ৬-২ সেটে পরাজিত করে তৃতীয়বারের মত শিরোপা জিতলেন সেরেনা উইলিয়ামস৷

https://p.dw.com/p/Ih7c
উইম্বল্ডন টেনিসের মহিলা এককে তৃতীয়বারের মত শিরোপা বিজয়ী সেরেনা উইলিয়ামসছবি: AP

তিনি দুই হাজার দুই ও দুই হাজার তিন সালের ফাইনালেও বিজয়ী হন বড় বোনের বিরুদ্ধে কিন্তু গত বছরের ফাইনালে হেরে যান বড় বোনের কাছে৷

মোনাকোতে ট্যুর দ ফ্রঁস শুরু

এদিকে, শনিবার বিশ্বের কঠিনতম সাইকেল চালনা প্রতিযোগিতা ট্যুর দ ফ্রঁস শুরু হল মোনাকোতে৷ অন্যান্যের মধ্যে এতে অংশ গ্রহণ করছেন সাত বারের রেকর্ড বিশ্ব চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের ল্যান্স আর্মস্ট্রংও৷

তিনি আবারো প্রতিযোগিতায় ফিরে এসেছেন গত জানুয়ারিতে সাড়ে তিন বছর অবসরে থাকার পর৷ তাই স্বাভাবিকভাবেই তাঁর প্রতি ক্রীড়ামোদী বিশেষ করে সাইকেল চালনা ভক্তদের দৃষ্টি খুব বেশি৷

Lance Armstrong in Kalifornien
ট্যুর দ ফ্রঁস-এ সাতবারের চ্যাম্পিয়ন ল্যান্স আর্মস্ট্রংছবি: AP

ক্যান্সারের বিরুদ্ধে সফল লড়াইয়ের পর আর্মস্ট্রং সাইকেল চালনা প্রতিযোগিতাতেও বিরাট সাফল্য দেখান ট্যুর দ ফ্রঁস সাইকেল চালনা প্রতিযোগিতায় সাতবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে৷ এবার তিনি কি করতে পারেন সেটাই এখন দেখার বিষয়৷ তাঁর বিরুদ্ধে ডোপিং গ্রহণের অভিযোগ আনা হয়েছিল কিন্তু তা সত্য বলে প্রমাণিত হয় নি৷

গত বছর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন স্পেনের কার্লস সাস্ত্রে৷ ভবিষ্যদ্বানী করা হয়েছে যে, এবার শিরোপার লড়াই হবে দুই হাজার সাত সালের ট্যুর চ্যাম্পিয়ন আলবার্তো কন্টারডর এবং অলিম্পিক টাইম ট্রায়াল সোনা বিজয়ী ফাবিয়ান ক্যান্সেলারা এর মধ্যে৷

প্রতিবেদন: আবদুস সাত্তার, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই