ইয়াংলাক শিনাওয়াত্রা: থাইল্যান্ডের নবসূচনা
৪ জুলাই ২০১১ইয়াংলাক'এর নাম কিভাবে সঠিক উচ্চারণ করতে হয় - এ নিয়ে বিতর্ক থাকলেও, বলতে হয় যে, উচ্চারণ যেমনই হোক না কেন, শিনাওয়াত্রা পদবি নিয়েই অর্ধেক যুদ্ধজয় করেছেন ইয়াংলাক৷ প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন এবং ২০০৮ সালে দেশ ছেড়ে স্বেচ্ছানির্বাসনে যান - তখন তাঁর মাথার উপর দুর্নীতির দায়ে দু'বছরের কারাদণ্ডের খাঁড়া ঝুলছিল৷
বোন নয় ‘‘ক্লোন''
থাকসিন দেশ ছাড়লেও, আজও তিনি গ্রামাঞ্চলের মানুষ এবং শহরাঞ্চলের খেটে-খাওয়া মানুষদের আদরের লোক, কেননা থাকসিন ক্ষমতায় থাকাকালীন তারাই সরকারের নীতি থেকে উপকৃত হয়েছে৷ অপরদিকে, শাসক শ্রেণির কাছে থাকসিন দুর্নীতিগ্রস্ত এবং রাজতন্ত্রের পক্ষে বিপদবিশেষ৷ থাকসিনকে ঘিরে থাইল্যান্ডের মানুষ ও রাজনীতি আজও দ্বিধাবিভক্ত৷ সেই থাকসিনের সবচেয়ে ছোট বোন ইয়াংলাক, যাকে থাকসিন স্বয়ং তাঁর ‘‘ক্লোন'' বলে অভিহিত করেছেন৷
‘‘বিজনেসউওম্যান''
৪৪ বছর বয়স৷ সুন্দরী, ফোটোজিনিক, কেতাদুরস্ত জামাকাপড় এবং পরিপাটি সাজগোজ৷ যা করেন এবং বলেন, ভেবেচিন্তে৷ ইয়াংলাক’এর জন্ম ১৯৬৭ সালের ২১ জুন, উত্তরের চিয়াং মাই প্রদেশে, স্থানীয় থাই চীনাদের মধ্যে বিশিষ্টতম একটি পরিবারে৷ চিয়াং মাই বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক৷ স্নাতকোত্তর ডিগ্রি যুক্তরাষ্ট্রের কেনটাকি স্টেট ইউনিভার্সিটি থেকে, পাবলিক আ্যডমিনিস্ট্রেশনে৷ নব্বই'এর দশকের সূচনায় থাইল্যান্ডে ফিরে থাকসিনের একটি কোম্পানিতে প্রশিক্ষণার্থী হিসেবে কাজ শুরু করেন৷ পরে ভাই'এর সুবিশাল ব্যবসায়িক সাম্রাজ্যে বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন৷ থাকসিনের প্রতিষ্ঠিত টেলিকম সংস্থা শিন করপোরেশনের প্রেসিডেন্ট ছিলেন৷ সম্প্রতি রিয়াল এস্টেট কোম্পানি এসসি অ্যাসেট করপোরেশনের প্রেসিডেন্ট ছিলেন ইয়াংলাক শিনাওয়াত্রা৷
আধুনিকা
থাকসিনের চাইতে ১৮ বছরের ছোট ইয়াংলাক তাঁর নির্বাচনী প্রচার অভিযানে বিপক্ষকে সমালোচনার উপর বেশি জোর দেননি৷ তাঁর বেশবাস, চেহারা, স্বাভাবিক আচার-ব্যবহার দিয়ে বড় বড় সমাবেশেও জনতাকে মুহূর্তে মন্ত্রমুগ্ধ করে ফেলেন তিনি৷ বড় ভাই'এর কাছ থেকে ব্যবসা সংক্রান্ত অনেক কিছু শিখেছেন, বড় ভাই'এর আদর্শকে তিনি বুঝতে পারেন, ভাই-বোন দু'জনের কাজের পদ্ধতি অনুরূপ - এ'সব মন্তব্য ইয়াংলাক’এর মুখে শোনা গেছে বটে৷ কিন্তু থাইল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি হতে চলেছেন, তিনি শিক্ষিতা, সুন্দরী, বুদ্ধিমতী এক আধুনিক নারী৷
থাইল্যান্ডের পক্ষে সেটাই একটা নবসূচনা৷
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক