1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলের জেল থেকে মুক্তি পেলেন সেই তরুণী

২৯ জুলাই ২০১৮

আট মাস জেল খেটে অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি তরুণী আহেদ তামিমি৷ ইসরায়েলের সেনাদের চর-লাথি দেয়ার অপরাধে তাঁকে সাজা দেয়া হয়েছিল৷

https://p.dw.com/p/32GF1
Ahed Tamimi  Freilassung Palästina
ছবি: Getty Images/A. Momani

রোববার তিনি কারাবাস থেকে মুক্ত হন৷ মুক্তি পেয়ে নিজ গ্রামে ইসরায়েলি সেনাদের আক্রমণে নিহতের বাড়ির সামনে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন৷ বলেন, ‘‘এক শহিদের বাড়ি থেকে বলছি, এই ভূমি যতদিন না দখলদারমুক্ত হবে, ততদিন প্রতিরোধ চলবে৷'' গ্রামবাসীদের উদ্দেশে বলেন তামিমি৷
তিনি আরো বলেন, ‘‘কারাগারে বন্দি নারীরা সবাই শক্ত আছেন৷ আর আমার পাশে যারা দাঁড়িয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই৷''
তামিমি ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকের গ্রাম নাবি সালেহ'র বাসিন্দা৷ ইসরায়েলের সেনাবাহিনী ও ইহুদি সেটেলারদের আগ্রাসন ও জমি দখলের বিরুদ্ধে বরাবরই এই গ্রামের বাসিন্দা প্রতিবাদী৷
তামিমিও প্রতিবাদী ছিলেন৷ নানা সময়ে তাঁর সাহসী প্রতিবাদ তাঁকে আলাদা করে চিনিয়েছে৷ তাঁকে প্রতিবাদের প্রতীকও বলেন অনেকে৷ তিনি যখন শিশু ছিলেন, তখন ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রতিবাদের একটি ছবির কারণে তখনকার তুর্কি প্রধানমন্ত্রী এর্দোয়ানের সঙ্গে দেখা করার নিমন্ত্রণ পান৷
আরেকবার এক সেনার হাতে কামড় বসানোর ছবিটি প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে৷ তাই বারবারই ইসরায়েলের জন্য ‘বিরক্তি'র কারণ হয়ে দাঁড়াচ্ছিলেন তামিমি৷
গত ডিসেম্বরে তেমনি এক প্রতিবাদের সময় ইসরায়েলি সেনাদের ওপর চড়াও হন তামিমি৷ সেই ঘটনার ফেসবুক লাইভ করেন তাঁর মা নারিমান৷
এরপরই তামিমির বিরুদ্ধে ‘উসকানি' ও হামলার অভিযোগসহ মোট ১২টি অভিযোগ আনে ইসরায়েল৷ পরে অভিযোগ কমানো হলেও আট মাসের কারাবাসের সাজা পান তিনি৷ তবে এই ঘটনা ১৭ বছর বয়সি তামিমির্ফি লিস্তিনি আইকনে পরিণত করেছে৷

Ahed Tamimi
ইসরায়েলের সেনাদের বিরুদ্ধে প্রতিবাদরত তামিমিছবি: picture-alliance/abaca/AA/I. Rimawi


এদিকে, শনিবার ইসরায়েলের পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন দেশটির নামকরা এক আরব সংসদ সদস্য৷ সংসদের প্রধান বিরোধী দল জিওনিস্ট ইউনিয়ন অ্যালায়েন্সের নেতা জোওহাইর বাহলোউল সম্প্রতি পাশ হওয়া একটি আইনের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন৷
আইনটিকে বর্ণবাদী আখ্যা দিয়ে পদত্যাগ করা বাহলোউল বলেন, ‘‘ইসরায়েলে সমতা বিধানের কথা বলে রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে আরবদের বাদ দেয়া হয়েছে৷'' এক টেলিভিশন শো-তে তিনি এ কথা বলেন৷
‘‘এখন আমি কি খাঁচার ভেতরে বসব? এই ধ্বংসাত্মক, বর্ণবাদী ও চরমপন্থি সংসদকে কি আমার বৈধতা দেয়া উচিত?'' বলছিলেন তিনি৷
এই আইন এখন মেনে নিলে আরবদের অধিকার প্রতিষ্ঠার আর কোনো আশা থাকবে না বলে মনে করেন তিনি৷
উল্লেখ্য, ইসরায়েলের সংসদে পাশ হওয়া সেই আইনে ইহুদিদের প্রথম সারির অধিবাসী ও হিব্রুকে একমাত্র দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে৷

জেডএ/ডিজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য