ইরানের সঙ্গে বোঝাপড়া
২৪ নভেম্বর ২০১৩প্রত্যাশা শুরু থেকেই কম রাখা হয়েছিল৷ জেনিভায় আলোচনা নির্দিষ্ট সময়সীমার মধ্যেও সীমাবদ্ধ রাখা হয়নি৷ তাই আশার আলো দেখা যাওয়ার ফলে শুক্রবারের বদলে রবিবার ভোররাত পর্যন্ত আলোচনা গড়িয়েছে৷
ইরান তার বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধ করছে না, দেশটির উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলেও নেওয়া হচ্ছে না৷ তবে এই প্রাথমিক বোঝাপড়া চূড়ান্ত সমাধানসূত্রের পথ খুলে দিতে পারে৷ আস্থাবর্ধক এই চুক্তির আওতায় ইরান আরাক পরমাণু চুল্লি নির্মাণের কাজ বন্ধ রাখবে৷ তাছাড়া ইউরেনিয়ামের ফিসাইল কনসেন্ট্রেশনের মাত্রা ২০ শতাংশের মধ্যে রাখতে হবে৷ নতুন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রেও ফিসাইল পিউরিটি ৫ শতাংশের মাত্রা অতিক্রম করবে না৷ আন্তর্জাতিক আণবিশ শক্তি সংস্থা আইএইএ-র পরিদর্শকরা নাতান্স ও ফোর্দো পরমাণু কেন্দ্রে প্রবেশের সুযোগ পাবেন৷ এই সব পদক্ষেপের বদলে বেশ কিছু নিষেধাজ্ঞা শিথিল করবে আন্তর্জাতিক সমাজ৷
এমন বোঝাপড়ার ফলে সামগ্রিকভাবে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ ইরান সহ অংশগ্রহণকারী দেশগুলির সরকার এই চুক্তিকে স্বাগত জানিয়েছে৷ তবে ইসরায়েল এই বোঝাপড়ার তীব্র বিরোধিতা করেছে৷ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক ভুল' হিসেবে বর্ণনা করেন৷
এসবি/ডিজি (রয়টার্স, এপি, ডিপিএ)