ইনস্টাগ্রামে সর্বোচ্চ আয়ের ১০ খেলোয়াড়
করোনা ভাইরাসের কারণে খেলাধুলা বন্ধ থাকলেও ক্রীড়াবিদদের আয়ের কমতি নেই৷ জেনে নিন মার্চের ১২ তারিখ থেকে মে মাসের ১৪ তারিখ পর্যন্ত ইনস্টাগ্রাম থেকে সর্বোচ্চ আয় করা ১০ খেলোয়াড়ের আয়ের পরিমাণ৷
রোনাল্ডো
ইনস্টাগ্রামে আয়ের দিক থেকে এগিয়ে আছেন তারকা ফুটবলাররা৷ আয়ের শীর্ষে ইয়ুভেন্টুস তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ কোয়ারান্টিনের দুই মাসে তিনি ইনস্টাগ্রাম থেকে আয় করেছেন ১৮ লাখ ৮২ হাজার ৩৩৬ পাউন্ড বা প্রায় ১৯ কোটি ৪৫ লাখ টাকা৷
মেসি
দ্বিতীয় স্থানে আছেন রোনাল্ডোর চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা তারকা লিওনেল মেসি৷ লক ডাউনে ইনস্টাগ্রাম থেকে তাঁর আয় ১২ লাখ পাউন্ড বা প্রায় ১২ কোটি ৯৬ লাখ টাকা৷
নেইমার
পিএসজিএস তারকা নেইমার আছেন তিন নম্বরে৷ লক ডাউনের দুই মাসে ইনস্টাগ্রাম থেকে তার আয় ১১ লাখ পাউন্ড বা প্রায় ১১ কোটি ৮৮ লাখ টাকা৷
ও’নিল
বাস্কোটবল খেলোয়াড় সাকিল ও’নিল আছেন চতুর্থ অবস্থানে৷ দুই মাসে তার আয় ৫ লাখ ৮৩ হাজার পাউন্ড অর্থাৎ প্রায় ৬ কোটি ৩০ লাখ টাকা৷
বেকহ্যাম
সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম আছেন পঞ্চম স্থানে৷ লক ডাউনে ইনস্টাগ্রাম থেকে তার আয় ৪ লাখ পাউন্ড বা প্রায় ৪ কোটি ৩৮ লাখ টাকা৷
কোহলি
তালিকায় ছয় নম্বরে আছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি৷ লক ডাউনে সর্বোচ্চ আয়ের শীর্ষ ১০ খেলোয়াড়দের মধ্যে তিনিই একমাত্র ক্রিকেটার৷ ইনস্টাগ্রামের পোস্টের জন্য কোহলি আয় করেছেন ৩ লাখ ৭৯ হাজার ২৯৪ পাউন্ড বা প্রায় ৪ কোটি ১০ লাখ টাকা৷
ইব্রাহিমোভিচ
সুইডিশ ফুটবলার স্লাতান ইব্রাহিমোভিচ আছেন সাত নম্বরে৷ দুই মাসে ইনস্টাগ্রাম থেকে তার আয় ১ লাখ ৮৪ হাজার পাউন্ড বা প্রায় ১ কোটি ৯৯ লাখ টাকা৷
ডোয়েইন ওয়েড
সাবেক এনবিএ তারকা ডোয়েইন ওয়েড আছেন আট নম্বরে৷ এইসময়ে ইনস্টাগ্রাম পোস্ট থেকে তার আয় ১ লাখ ৪৩ হাজার পাউন্ড বা প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা৷
দানি আলভেস
ব্রাজিলের ফুটবলার দানি আলভেস আছেন ৯ নম্বরে৷ কোয়ারান্টিন সময় ইনস্টাগ্রাম থেকে তার আয় ১ লাখ ৩৩ হাজার পাউন্ড বা প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা৷
অ্যান্থনি জসুয়া
ইনস্টাগ্রামে আয়ের দিক থেকে বক্সার অ্যান্থনি জসুয়া আছেন ১০ নম্বরে৷ লক ডাউনে তার আয় ১ লাখ ২১ হাজার পাউন্ড বা প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা৷