জনসমক্ষে চুম্বনে বাধা
১১ জুলাই ২০১৪ইটালির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ছোট শহর বোর্গোসেসিয়ার মেয়র গিয়ানলুসা বুয়োনানো৷ তিনি ডানপন্থি দলের সমর্থক, যারা সমকামী সম্পর্কের বিরোদী৷ ইউরোপীয় পার্লামেন্টের এক অধিবেশনে তিনি বলেন, ‘‘সমকামী যুগল মানে প্রকৃতির অস্বাভাবিকতা৷ অর্থাৎ কুকুরের ডাক পরিবর্তন হয়ে মিউ মিউ হয়ে যাওয়া, অথবা বিড়াল ঘেউ ঘেউ করতে থাকা৷'' তিনি জানিয়েছিলেন যে, তিনি তাঁর আইনজীবীদের সাথে আলোচনা করেছেন প্রকৃতিবিরুদ্ধ আচরণের জন্য কী ধরনের শাস্তি হতে পারে৷ এ সংক্রান্ত একটি ডিক্রি খুব শিগগিরই জারি করবেন বলেও নাকি জানান তিনি৷
বোর্গোসেসিয়ার মাত্র ১৩ হাজার মানুষের বাস৷ মেয়র গিয়ানলুসা গত মে মাসে ইউরোপীয় পার্লামেন্টে ‘নর্দান লিগ'-এর পক্ষে লড়ে জয় পান৷ ইউরোপীয় পার্লামেন্টে দেয়া তাঁর এই ভাষণের ব্যাপক প্রতিবাদ জানায় পার্লামেন্টের বামপন্থি নেতারা৷ জার্মান স্যোশাল ডেমোক্রেট বির্গিট সিপেল গিয়ানলুসাকে ‘পার্লামেন্টের লজ্জা' হিসেবে উল্লখ করে বলেন, ‘‘জনসমক্ষে সমকামীদের চুম্বন নিষিদ্ধ করে তিনি একটি বিশেষ সম্প্রদায়ের অধিকারে হস্তক্ষেপ করেছেন, যা ইউরোপীয় ইউনিয়নের নীতির লঙ্ঘন৷''
৪৮ বছর বয়সি এই মেয়র আগেও সমালোচনার মুখোমুখি হয়েছেন৷ এই মাসেই ইউরোপীয় পার্লামেন্টে বোরখা পড়ে উপস্থিত হয়েছিলেন তিনি৷ উদ্দেশ্য, ইউরোপীয় দেশগুলোতে যাতে মুসলিম অভিবাসীদের প্রবেশ করতে দেয়া না হয়৷ প্রসঙ্গত, তাঁর দল বরাবরই বর্ণবাদী হিসেবে পরিচিত৷
এপিবি/ডিজি (এপি, ডিপিএ)