ইউরোপে মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান, আটক ৫৯
৭ ফেব্রুয়ারি ২০২৪ইউরোপের বিচারবিভাগীয় এজেন্সি ইউরোজাস্ট জানিয়েছে, এই মাদক পাচারকারীদের নেটওয়ার্ক হেরোইন, কোকেন, হাশিস, মারিজুয়ানা পাচার করত। তারা সাধারণত গড়ির গোপন চেম্বারে করে মাদক নিয়ে যেত।
অভিযুক্তদের আলবানিয়া, যুক্তরাজ্য, জার্মানি, ইটালি ও স্পেন থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোম ও মহ্গলবার এই মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলে। ইটলিতে আরো ১০ জনের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্তা নেয়া হয়েছে।
তদন্ত শুরু ২০১৯-এ
এই মাদকপাচারকারীদের বিরুদ্ধে ফ্লোরেন্সে ইউরোজাস্ট ও ইউরোপোলের অফিস তদন্ত শুরু করে। তাদের সাহায্য করে পুলিশ কর্মীরা। গোটা ইউরোপজুড়ে তারা মাদকপাচারকারীদের নেটওয়ার্ক খুঁজে বের করে তা ভাঙতে তৎপর হয়।
২০২৩ সালের ডিসেম্বরে স্পেনে ১১ টন কোকেন উদ্ধার করা হয়। সেই সময় তল্লাশি চালিয়ে ২০ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
স্পেনের পুলিশ সেই সময় জানিয়েছিল, মূলত আলবানিয়ার পাচারকারীরা ওই কোকেন পাচারের সঙ্গে যুক্ত ছিল। তারাই ইউরোপ ও দক্ষিণ অ্যামেরিকায় মাদক পাচারের কাজটা করে।
জিএইত/এসজি(এএফপি, ডিপিএ)