ইউরোপে প্রবৃদ্ধি আনতে বিনিয়োগ পরিকল্পনা
১৭ ডিসেম্বর ২০১৪ইউরোপকে প্রবৃদ্ধির দিকে নিয়ে যাওয়া, নতুন নতুন চাকরি সৃষ্টি করার লক্ষ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে৷ আগামী বছরের মাঝামাঝি সময় থেকে বাস্তবায়ন কাজ শুরু হবে৷ চলবে তিন বছর পর্যন্ত৷
পরিকল্পনা বাস্তবায়িত হলে মুদ্রাস্ফীতির হারও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে৷ বর্তমানে এই হার অনেক কম হওয়ায় আশংকায় রয়েছেন ইউরোজোনের কর্মকর্তারা৷
এদিকে, সপ্তাহের শুরুতে ইউরোপের পুঁজিবাজারের অবস্থা ভালো ছিল না৷ কারণ তেলের মূল্য৷ গত কয়েকদিন ধরে তেলের দাম শুধু কমছেই৷ এর প্রভাব পড়ছে জ্বালানি কোম্পানিগুলোর শেয়ারের মূল্যে৷ এ কারণে ইউরোজোন এলাকায় ডিফ্লেশনের আশঙ্কা দেখা দিয়েছে৷ একজন বাজার বিশ্লেষক বলছেন যে, তেলের মূল্য কমাটা ইউরোজোনের জন্য এমনিতে খুশির খবর, কিন্তু বর্তমানে সেটা ভালো কোনো খবর নয়৷ কারণ এটা ডিফ্লেশনের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে৷ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তাও মনে করেন, তেলের মূল্য কমার কারণে ইউরোজোনে মুদ্রাস্ফীতির হার আরও কমে যেতে পারে, অর্থাৎ ‘ডিফ্লেশন' হতে পারে৷
বিমা কোম্পানিগুলোর জন্য নতুন নীতি প্রণয়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন৷ নতুন বছরের শুরু থেকেই সেটা কার্যকর হবে৷ গ্রাহকদের নিরাপত্তার জন্য আগের চেয়ে নীতিমালাটা কঠোর করা হয়েছে৷ ফলে ছোট ছোট বিমা কোম্পানিগুলোর পক্ষে হয়ত ব্যবসা করা সম্ভব নাও হতে পারে৷ সেক্ষেত্রে তাঁরা বড় কোম্পানিগুলোর সঙ্গে মিশে যেতে পারে৷ সম্প্রতি একটি ‘স্ট্রেস টেস্ট' পরীক্ষায় দেখা গেছে যে, নতুন নিয়ম যদি এখন থেকেই কার্যকর হয়, তাহলে ইউরোপে থাকা প্রায় ৫ হাজার বিমা কোম্পানির মধ্যে প্রায় ১৪ শতাংশ কোম্পানি সেই পরীক্ষায় ফেল করবে৷
জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি, এপি)