1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে প্রবৃদ্ধি আনতে বিনিয়োগ পরিকল্পনা

১৭ ডিসেম্বর ২০১৪

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লোদ ইয়ুংকার ৩১৫ বিলিয়ন ইউরোর বিনিয়োগ পরিকল্পনা প্রস্তাব করেছেন৷ ইউরোপের শীর্ষ নেতারা সেটা অনুমোদন করতে পারেন৷ বৃহস্পতিবার ইইউ শীর্ষ সম্মেলনে এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে৷

https://p.dw.com/p/1E5ie
Jean-Claude Juncker erste Sitzung der neuen EU Kommission 05.11.2014 Brüssel
ছবি: Reuters/F. Lenoir

ইউরোপকে প্রবৃদ্ধির দিকে নিয়ে যাওয়া, নতুন নতুন চাকরি সৃষ্টি করার লক্ষ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে৷ আগামী বছরের মাঝামাঝি সময় থেকে বাস্তবায়ন কাজ শুরু হবে৷ চলবে তিন বছর পর্যন্ত৷

পরিকল্পনা বাস্তবায়িত হলে মুদ্রাস্ফীতির হারও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে৷ বর্তমানে এই হার অনেক কম হওয়ায় আশংকায় রয়েছেন ইউরোজোনের কর্মকর্তারা৷

এদিকে, সপ্তাহের শুরুতে ইউরোপের পুঁজিবাজারের অবস্থা ভালো ছিল না৷ কারণ তেলের মূল্য৷ গত কয়েকদিন ধরে তেলের দাম শুধু কমছেই৷ এর প্রভাব পড়ছে জ্বালানি কোম্পানিগুলোর শেয়ারের মূল্যে৷ এ কারণে ইউরোজোন এলাকায় ডিফ্লেশনের আশঙ্কা দেখা দিয়েছে৷ একজন বাজার বিশ্লেষক বলছেন যে, তেলের মূল্য কমাটা ইউরোজোনের জন্য এমনিতে খুশির খবর, কিন্তু বর্তমানে সেটা ভালো কোনো খবর নয়৷ কারণ এটা ডিফ্লেশনের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে৷ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তাও মনে করেন, তেলের মূল্য কমার কারণে ইউরোজোনে মুদ্রাস্ফীতির হার আরও কমে যেতে পারে, অর্থাৎ ‘ডিফ্লেশন' হতে পারে৷

বিমা কোম্পানিগুলোর জন্য নতুন নীতি প্রণয়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন৷ নতুন বছরের শুরু থেকেই সেটা কার্যকর হবে৷ গ্রাহকদের নিরাপত্তার জন্য আগের চেয়ে নীতিমালাটা কঠোর করা হয়েছে৷ ফলে ছোট ছোট বিমা কোম্পানিগুলোর পক্ষে হয়ত ব্যবসা করা সম্ভব নাও হতে পারে৷ সেক্ষেত্রে তাঁরা বড় কোম্পানিগুলোর সঙ্গে মিশে যেতে পারে৷ সম্প্রতি একটি ‘স্ট্রেস টেস্ট' পরীক্ষায় দেখা গেছে যে, নতুন নিয়ম যদি এখন থেকেই কার্যকর হয়, তাহলে ইউরোপে থাকা প্রায় ৫ হাজার বিমা কোম্পানির মধ্যে প্রায় ১৪ শতাংশ কোম্পানি সেই পরীক্ষায় ফেল করবে৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য