ইউরো সংকট
১৯ জুন ২০১৩ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মারিও দ্রাগি আবার আশ্বাস দিয়েছেন, যে প্রয়োজনে ইসিবি সুদের হার আরও কমাতে প্রস্তুত৷ এ ছাড়াও ইউরোপের ব্যাংকিং ক্ষেত্র সম্পর্কে কিছু সিদ্ধান্তের পূর্বাভাষ দিয়েছেন তিনি৷ ফলে বাজারে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে৷ ২০১৪ সালের শেষের দিকে ইসিবির তত্ত্বাবধানে ব্যাংকিং ইউনিয়ন চালু হয়ে যাবে – এমনটা স্পষ্ট হয়ে উঠছে৷
এদিকে ইউরো এলাকায় উন্নতির কিছু লক্ষণ দেখা যাচ্ছে৷ এপ্রিল মাসের তথ্য পরিসংখ্যান অনুযায়ী প্রায় ১,৫০০ কোটি ইউরো ট্রেড সারপ্লাস দেখা গেছে৷ তবে এর মধ্যে জার্মানির সিংহভাগ থাকায় বাস্তব চিত্রের সঠিক প্রতিফলন ঘটছে না৷ যেমন ফ্রান্সের অবস্থা করুণ৷ তাছাড়া রপ্তানির হার এখনো বাড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে না৷
অর্থনীতির সার্বিক উন্নতির পাশাপাশি বেকারত্বের মতো সমস্যাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে৷ ইউরোপে চরম বেকারত্ব দূর করতে নেতারা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন না, এমন অভিযোগের প্রেক্ষাপটে ইইউ বিনিয়োগ ব্যাংক এক কর্মসূচির ঘোষণা করেছে৷ যে সব ছোট সংস্থা বাজার থেকে ঋণ নিতে পারছে না, তাদের জন্য ঋণের ব্যবস্থা করবে ইআইবি৷ এর জন্য ৬,০০০ কোটি ইউরো ধার্য করা হয়েছে৷ জার্মান অর্থমন্ত্রী ভল্ফগাং শয়েবলে এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, দীর্ঘমেয়াদি ভিত্তিতে পরিস্থিতির উন্নতি করতে হলে ব্যয় সংকোচ ও বাজেট ঘাটতির রাশ টানা ছাড়া কোনো উপায় নেই৷ এছাড়া ইউরো এলাকায় আর্থিক ও ব্যাংকিং ইউনিয়নও কার্যকর করা প্রয়োজন৷
স্পেন আর্থিক সংকট কাটিয়ে উঠে আবার ঘুরে দাঁড়াচ্ছে বলে সরকারের বাজেটের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দাবি করেছেন৷ চলতি বছরের দ্বিতীয়ার্ধেই তিনি স্পেনের অর্থনীতির উন্নতির আশা করছেন৷ এদিকে ইটালির মন্ত্রিসভা প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে কিছু পদক্ষেপের ঘোষণা করেছে৷
এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)