ইউরোপে আফ্রিকার শিল্পকর্ম : ফেরত দেয়ার উদ্যোগ ও ভবিষ্যতের আশা-আশঙ্কা
ফ্রান্স অমূল্য কিছু শিল্পকর্ম বেনিনকে ফিরিয়ে দিচ্ছে৷ ফলে আফ্রিকা থেকে লুটে নেয়া শিল্পকর্মগুলো আবার ফিরেছে আলোচনায়৷ শিল্পকর্ম ফেরত দেয়ার বিষয়ে কোন দেশের কী অবস্থান, আফ্রিকাই বা কতটা প্রস্তুত? বিস্তারিত ছবিঘরে
শতবছরের দাবি
নিজেদের শিল্পকর্ম ফিরিয়ে দেয়ার এ দাবি একশ বছরেরও বেশি সময় ধরে করে আসছে আফ্রিকা৷ কিন্তু শিল্পকর্মগুলো যেসব দেশের জাদুঘর বা অন্যান্য সংগ্রহশালায় রয়েছে তারা সে দাবি এতদিন নানাভাবে এড়িয়ে এসেছে৷
‘পথ প্রদর্শক’ বেলজিয়াম
আফ্রিকা থেকে ঔপনিবেশিক শাসনামলে নিয়ে আসা শিল্পকর্ম ফেরত দেয়ার প্রথম উদ্যোগটা নিয়েছিল বেলজিয়াম৷ এ বছরের শুরুতে পেরভুরেন রয়্যাল মিউজিয়ামের কাছ থেকে শিল্পকর্মগুলোর মালিকানা লিখিতভাবে ফিরিয়ে দেয়া হয় কঙ্গোকে৷
মাক্রোঁর দৃষ্টান্ত স্থাপন
পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ বেনিনকে ঔপনিবেশিক আমলে লুট করে আনা কিছু শিল্পকর্ম ফিরিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷ বিশেষজ্ঞরা মনে করেন, শিল্পকর্ম ফেরত দেয়ার এই উদ্যোগের প্রতীকী গুরুত্ব অপরিসীম৷
জার্মানি ফিরিয়ে দেয়ার উদ্যোগ শুরু করতে প্রস্তুত
ঔপনিবেশিক শাসনামলে আফ্রিকা থেকে লুট করে আনা অনেক শিল্পকর্ম রয়েছে জার্মানিতে৷ বেনিন ব্রোঞ্জের দ্বিতীয় বৃহত্তম সংগ্রহশালা জার্মানির প্রুশিয়ান কালচারেল হেরিটেজ ফাউন্ডেশন৷ তবে জার্মানি এখন আফ্রিকাকে তার ঐতিহ্যবাহী শিল্পকর্মগুলো ফিরিয়ে দিতে প্রস্তুত৷ এ বছরের শুরুতে এক আলোচনায় ২০২২ সালে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিল্প নিদর্শন নাইজেরিয়াকে ফেরত দেয়ার অঙ্গীকার করেছে জার্মানি৷
নেদারল্যান্ডসও প্রস্তুত
নেদারল্যান্ডস সরকার ইতিমধ্যে জানিয়েছে তারাও শিল্পকর্ম ফিরিয়ে দিয়ে কলঙ্কের ইতিহাসে যতি টানতে প্রস্তুত৷
আফ্রিকা কি শিল্পকর্মের কদর করতে প্রস্তুত?
ব্রিটিশ গবেষক জন পিকটন ব্রিটিশ মিউজিয়াম এবং নাইজেরিয়ার মিউজিয়াম কমিশনের হয়ে কাজ করেছেন৷ তার মতে, আফ্রিকার দেশগুলোতে এখনো আধুনিক, সুপরিসর জাদুঘর নেই বললেই চলে৷ তাই তিনি মনে করেন, নিরাপত্তাব্যবস্থা, জলবায়ুর তারতম্য ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয়কে যথাযথভাবে বিবেচনায় না নিয়ে, অর্থাৎ সংরক্ষণের যথোপযুক্ত সুব্যবস্থা না করে বিরল সব শিল্পকর্ম ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এক ধরনের দায়িত্বজ্ঞানহীনতা৷