ইউনূস-বাইডেন বৈঠক, বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস
২৫ সেপ্টেম্বর ২০২৪ড. ইউনূসকে বাইডেন বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন করবে যুক্তরাষ্ট্র। ড. ইউনূস যে সংস্কার পরিকল্পনা করেছেন, তাকে রূপ দিতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করবে।
প্রধান উপদেষ্টার অফিস থেকে জারি করা প্রেস নোটে বলা হয়েছে, ''ড. ইউনূস বাইডেনকে জানান, শিক্ষার্থীরা কীভাবে গত সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নিজেদের প্রাণ দিয়ে বাংলাদেশের পুনর্গঠনের একটা সুযোগ তৈরি করে দিয়েছে। বাইডেন তার জবাবে বলেছেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এতটা ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে তাদের পূর্ণ সমর্থন করা উচিত।''
প্রেস নোটে বলা হয়েছে, ''মার্কিন প্রেসিডেন্টকে ড. ইউনূস বলেছেন, দেশ পুনর্গঠনে তাঁর সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের সাহায্য করতে প্রস্তুত।''
বাইডেনকে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেওয়ালচিত্রের বই ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ' উপহার দিয়েছেন ড. ইউনূস। ।
প্রথম আলো জানাচ্ছে, গত তিন দশকে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেননি।
ট্রুডোর সঙ্গে কথা
ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও সংক্ষিপ্ত বৈঠক করেছেন ড. ইউনূস। ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার জানাচ্ছে, বৈঠকে বাংলাদেশ-কানাডা সম্পর্ক আরও দূঢ় করা, জনসাধারণের স্বাধীনতা আরও বিস্তৃত করা, প্রতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের তরুণ সমাজকে সহায়তা করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাইডেনের মতো ট্রুডোও বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ট্রুডোকেও 'দ্য আর্ট অব ট্রায়াম্ফ' আর্টবুকটি উপহার দেন ড. ইউনূস।
জয়শঙ্কর-তৌহিদ হোসেন বৈঠক
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক্স-এ এই বৈঠকের কথা জানিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক্স-এ পোস্টে করে জানিয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। তারা দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
জিএইচ/এসজি (প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ইন্ডিয়া টুডে)