ইউনূসকে নিয়ে বির্তক
১২ আগস্ট ২০১২রবিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অভিযোগ করেছেন ড. মুহাম্মদ ইউনূস অপপ্রচার চালাচ্ছেন৷ তিনি বার বার বলছেন সরকার গ্রামীণ ব্যাংক সরকার দখল করেছে৷ কিন্ত সরকার গ্রামীণ ব্যাংক দখল করেনি৷ আর অর্থমন্ত্রী দাবী করেন এই ব্যাংক গত ১০ বছরের মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় আছে৷ অর্থমন্ত্রী বলেন ড. ইউনূসের এই অপপ্রচারের জন্য গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে গত দেড় বছরেও কোন বাছাই কমিটি করা যায়নি৷ তিনি আইন করেছেন যাতে তিনি ছাড়া কেউ এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হতে না পারেন৷ সরকার সে কারণেই আইন পরিবর্তন করেছে৷
এদিকে আলাদা একটি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ অভিযোগ করেছেন সরকারের কয়েকজন বা একজন ব্যক্তির ব্যক্তিগত হিংসা ও ঈর্ষার শিকার হচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস৷ তিনি বলেন তাকে নিচে নামতে গিয়ে সরকারই নিচে নেমে যাচ্ছে যা তারা বুঝতে পারছে না৷ বিএনপি ক্ষমতায় গেলে তাকে দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবে জাতীয়ভাবে স্বীকৃতি দেবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম