1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউনূস ইস্যুতে ফ্রান্সের উদ্বেগ, আরো শুনানির আবেদন

৬ এপ্রিল ২০১১

প্রফেসর ইউনূসকে অব্যাহতি প্রসঙ্গে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷ এদিকে, গ্রামীণ ব্যাংক থেকে ইউনূসকে অপসারণে উদ্বেগ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি৷

https://p.dw.com/p/10o0s
প্রফেসর ইউনূসছবি: picture alliance/dpa

গণমাধ্যমে ইউনূস

দেশি-বিদেশি গণমাধ্যমে আজ নোবেল জয়ী একমাত্র বাংলাদেশি অধ্যাপক ইউনূস এর আইনি লড়াইয়ের হারের খবর জায়গা পেয়েছে৷ দৈনিক সমকাল এর শিরোনাম, ‘চূড়ান্ত আইনি লড়াইয়ে হেরে গেলেন ইউনূস'৷ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিলের অনুমতি পাননি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা৷ বরং হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷ একই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানাচ্ছে, ‘আরো শুনানির আবেদন ইউনূসের'৷ ইউনূসের আপিল আবেদন খারিজ হওয়ার পর আরও শুনানির জন্য আদেশ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবীরা৷ এদিকে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের আপিল আবেদনের শুনানি হবে আজ, আপিল বিভাগে৷

প্রফেসর ইউনূস-এর প্রতিক্রিয়া

বার্তা সংস্থা এএফপি'র বরাতে দৈনিক কালের কণ্ঠ জানিয়েছে, সুপ্রিম কোর্টে আপিল খারিজ হওয়ার পর গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে ইউনূস বলেছেন, ‘‘আমি আগেই যেতে চেয়েছিলাম, কিন্তু আপনারা আমাকে থাকতে বলেছিলেন, তাই আমি থেকেছি৷'' একই সূত্রের বরাতে দৈনিক প্রথম আলো প্রফেসর ইউনূসের বক্তব্য প্রকাশ করেছে এভাবে, ‘‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল৷ আমার যাওয়ার সময় হয়ে গেছে''৷ এসময় ইউনূস গ্রামীণ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীকে মিলেমিশে কাজ করার পরামর্শ দেন৷

Flash-Galerie Muhammad Yunus
আধুনিক ক্ষুদ্রঋণের জনক মুহাম্মদ ইউনূসছবি: AP

আন্তর্জাতিক মন্তব্য

নিউ ইয়র্ক টাইমস, ভয়েস অফ অ্যামেরিকা, বিবিসসহ প্রায় সকল আন্তর্জাতিক গণমাধ্যম ইউনূসের আইনি লড়াইয়ে হারের খবর প্রকাশ করেছে৷ এসব প্রতিবেদনে ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্কলহের বিষয়টিকেও তুলে ধরা হয়েছে৷ এছাড়া দ্য ডেইলি স্টার জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি গ্রামীণ ব্যাংক থেকে ইউনূসের অপসারণের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন৷ সার্কোজি একটি চিঠিতে ইউনূসের প্রতি তাঁর গভীর সমর্থনের কথা প্রকাশ করেছেন৷ খুব শীঘ্রই বাংলাদেশের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবে ফ্রান্স৷ এছাড়া দৈনিক প্রথম আলো জানিয়েছে, ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট ও ইটালির সাবেক প্রধানমন্ত্রী রোমানো প্রোদি গ্রামীণ ব্যাংক থেকে ইউনূসকে অব্যাহতি দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷ শেখ হাসিনাকে পাঠানো একটি চিঠিতে তিনি আশা প্রকাশ করেছেন যে, ‘‘সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান পরিস্থিতি নিয়ে ড. ইউনূসের সঙ্গে একটি শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেবেন৷''

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য