ইউএনআরডাব্লিউএ’র সঙ্গে সম্পর্ক ছিন্ন, জাতিসংঘকে ইসরায়েল
৪ নভেম্বর ২০২৪১৯৬৭ সালে সংস্থাটির সঙ্গে যুক্ত হয়েছিল ইসরায়েল৷
ইসরায়েলে ইউএনআরডাব্লিউএ-র কার্যক্রম নিষিদ্ধ এবং এই সংগঠনকে সহায়তা করতে ইসরায়েলি কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে গতমাসে ইসরায়েলের সংসদে একটি বিল পাস হয়েছিল৷
ইসরায়েল রাষ্ট্রের জন্মের সময় ১৯৪৮ সালে যুদ্ধ শুরু হলে তার প্রেক্ষিতে ইউএনআরডাব্লিউএ গঠিত হয়েছিল৷ সংগঠনটি ইসরায়েল-বিরোধী বলে অনেকদিন ধরে এর সমালোচনা করে আসছিল ইসরায়েল৷
গতবছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস যে সন্ত্রাসী হামলা চালিয়েছিল তার সঙ্গে ইউএনআরডাব্লিউএর কিছু সদস্য জড়িত ছিল বলেও ইসরায়েল অভিযোগ করেছিল৷
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানোন এক বিবৃতিতে বলেন, হামাস কীভাবে ইউএনআরডাব্লিউএতে প্রবেশ করেছে সে বিষয়ে জাতিসংঘকে যথেষ্ট প্রমাণ দেওয়ার পরও সংস্থাটি কোনো ব্যবস্থা নেয়নি৷
পশ্চিম তীর ও গাজা ইসরায়েলের দখলে থাকলেও আন্তর্জাতিক আইন অনুযায়ী এগুলো ইসরায়েলের বাইরে অবস্থিত৷ তাই ইসরায়েলের সিদ্ধান্ত সত্ত্বেও ঐ দুই এলাকায় ইউএনআরডাব্লিউএর কার্যক্রম চালানো অবৈধ হবে না৷ তবে এই সিদ্ধান্তের কারণে ঐ দুই এলাকায় কাজ করা কঠিন হতে পারে৷
জেডএইচ/এসিবি (রয়টার্স)