1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউএনআরডাব্লিউএ’র সঙ্গে সম্পর্ক ছিন্ন, জাতিসংঘকে ইসরায়েল

৪ নভেম্বর ২০২৪

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউএ-র সঙ্গে সম্পর্ক ছিন্নের কথা ইসরায়েল আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে জানিয়েছে বলে সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে৷

https://p.dw.com/p/4mZmL
জাতিসংঘের সংগঠন ‘ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি' ইউএনআরডাব্লিউএ দখলকৃত পশ্চিম তীর ও গাজায় লাখ লাখ ফিলিস্তিনিকে ত্রাণ ও শিক্ষা সেবা দিয়ে থাকে৷ ফাইল ফটো৷ছবি: Eyad Baba/AFP/Getty Images

১৯৬৭ সালে সংস্থাটির সঙ্গে যুক্ত হয়েছিল ইসরায়েল৷

ইসরায়েলে ইউএনআরডাব্লিউএ-র কার্যক্রম নিষিদ্ধ এবং এই সংগঠনকে সহায়তা করতে ইসরায়েলি কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে গতমাসে ইসরায়েলের সংসদে একটি বিল পাস হয়েছিল৷

ইসরায়েল রাষ্ট্রের জন্মের সময় ১৯৪৮ সালে যুদ্ধ শুরু হলে তার প্রেক্ষিতে ইউএনআরডাব্লিউএ গঠিত হয়েছিল৷ সংগঠনটি ইসরায়েল-বিরোধী বলে অনেকদিন ধরে এর সমালোচনা করে আসছিল ইসরায়েল৷

গতবছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস যে সন্ত্রাসী হামলা চালিয়েছিল তার সঙ্গে ইউএনআরডাব্লিউএর কিছু সদস্য জড়িত ছিল বলেও ইসরায়েল অভিযোগ করেছিল৷

কেন জাতিসংঘের সহায়তাকারী সংস্থা ফিলিস্তিনিদের জন্য এত গুরুত্বপূর্ণ?

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানোন এক বিবৃতিতে বলেন, হামাস কীভাবে ইউএনআরডাব্লিউএতে প্রবেশ করেছে সে বিষয়ে জাতিসংঘকে যথেষ্ট প্রমাণ দেওয়ার পরও সংস্থাটি কোনো ব্যবস্থা নেয়নি৷

পশ্চিম তীর ও গাজা ইসরায়েলের দখলে থাকলেও আন্তর্জাতিক আইন অনুযায়ী এগুলো ইসরায়েলের বাইরে অবস্থিত৷ তাই ইসরায়েলের সিদ্ধান্ত সত্ত্বেও ঐ দুই এলাকায় ইউএনআরডাব্লিউএর কার্যক্রম চালানো অবৈধ হবে না৷ তবে এই সিদ্ধান্তের কারণে ঐ দুই এলাকায় কাজ করা কঠিন হতে পারে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)