আর্থিক মন্দার প্রভাব পড়তে পারে সেবিট মেলায়
২২ ফেব্রুয়ারি ২০০৯ডয়চে মেসের অন্যতম পরিচালক আরন্সট রুহ জানিয়েছেন, আগামী ৩ থেকে ৮ মার্চ অনুষ্ঠিতব্য সেবিট মেলায় অংশ নিতে ৪৩০০টি স্টল বুক করেছে বিশ্বের বিভিন্ন নামীদামী টেকনোলজি প্রতিষ্ঠান৷ ১৯৯০ সাল থেকে পৃথিবীর সর্ববৃহৎ কম্পিউটার ও টেকনোলজি মেলা হিসেবে পরিচিত সেবিট৷
তবে শুধু অর্থনৈতিক মন্দা নয়, সম্প্রতি লাস ভেগাসের কনজুমার ইলেকট্রনিক্স শো এবং বার্সিলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের কারণেও সেবিট মেলার গুরুত্ব খানিকটা কমে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ কারণ অনেক প্রতিষ্ঠানই ২০০৯ সালের প্রথমার্ধের ইভেন্ট তালিকায় উল্লেখিত মেলা দুটিকে বেশি গুরুত্ব দিয়েছে৷
আরন্সট রুহ জানিয়েছেন, এবার অংশ না নেয়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় চায়না, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া এবং হংকং এর কিছু ছোট ছোট প্রতিষ্ঠান রয়েছে৷ জাপানের অন্যতম বৃহৎ দুইটি প্রতিষ্ঠান- তোশিবা এবং কিওকেরাও এবারের মেলায় অংশ নিচ্ছে না৷ তিনি বলেন, এমনিতেই এসব দেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা কাজ করে৷ তার উপর অর্থনৈতিক মন্দা তাদেরকে আরো বিপাকে ফেলেছে৷ কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে বিলুপ্তও হয়ে গেছে৷
আরন্সট রুহ অবশ্য জানিয়েছেন, অর্থনৈতিক মন্দার মধ্যেও ৪৩০০টি স্টল বুকিং নেহায়েত কম নয়৷ অনেক প্রতিষ্ঠান হারিয়ে গেলেও অনিয়মিতভাবে পূর্বের মেলাগুলোতে অংশ নিয়েছে- এরকম কিছু প্রতিষ্ঠান এবার আবার ফিরে এসেছে৷ এদের মধ্যে রয়েছে ডেল, ইন্টারশপ এবং নকিয়া সিমেন্স নেটওয়ার্কস৷
প্রসঙ্গত, ১৯৮৬ সাল থেকে জার্মানির হানোফার শহরে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে সেবিট মেলা৷